DMCA.com Protection Status
ADS

অবৈধ হাসিনাকে জাতিসংঘে অবাঞ্চিত ঘোষনার দাবীতে যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ

nyun3যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিষিদ্ধ ঘোষনার দাবিতে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ।

সোমবার অপরাহ্নে বিক্ষোভ শেষে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দেলোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন শীর্ষ নেতা জাতিসংঘ মহাসচিব জনাব বান কি মুনের কাছে স্মারকলিপি দিয়ে জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে শেখ হাসিনাকে নিষিদ্ধের দাবি জানায় যুক্তরাষ্ট্র বিএনপি  ।

এই সফরকালে ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র বিএনপি।

nyun1সেই কর্মসূচির সমর্থনেই জাতিসংঘের সামনে হাসিনা নিউ ইয়র্কে আসার আগেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি  এবং এর অঙ্গ সংগঠনের নেতা সর্বজনাব  কাজী আজম , আবদুস সবুর , মোঃ গিয়াসউদ্দীন , আতাউর রহমান আতা , মাকসুদুল চোধুরী , আবু তাহের , বদিউল আলম ,ওমর ফারুফ ,তরিকুল ইসলাম চৌধুরী দীপু , রফিকুল মাওলা , আতাউর রহমান , বাবুল আলম , মোহাম্মদ হোসেন , জগলুল এইচ খান , সৈয়দ আশিকুর রহমান ফারুক , আবদুল হাই জিয়া , রফিকুর রহমান , মোঃ সেলিম , মোঃ শফিউল্লাহ , মোঃ আজমীর হোসেন , মোঃ আবু তৈয়ব , অধ্যাপক মোঃ আবুল হাশেম , মোঃ আহসান উল্লাহ প্রমূখ ।

Share this post

scroll to top
error: Content is protected !!