DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বিশ্বের ভঙ্গুর রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩২ঃ এফএফপি রিপোর্ট

failedক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিশ্বের ভঙ্গুর রাষ্ট্রগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান ফান্ড ফর পিসের (এফএফপি) তালিকায় ৩২তম অবস্থানে আছে বাংলাদেশ।

দেশটির সাপ্তাহিক সাময়িকী ফরেন পলিসির অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

১৭৮টি দেশের ওপর প্রকাশিত ফ্র্যাজাইল স্টেট ইনডেক্স (ভঙ্গুর রাষ্ট্র সূচক) স্থানীয় সময় বুধবার প্রকাশিত হয়।

এ থেকে জানা যায়, বাজে অবস্থানে থাকা প্রথম ১০টি দেশের সাতটিই আফ্রিকার। দেশগুলো হলো—দক্ষিণ সুদান (প্রথম), সোমালিয়া (দ্বিতীয়), সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (তৃতীয়), সুদান (চতুর্থ), ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো (পঞ্চম), চাদ (ষষ্ঠ) ও গিনি (দশম)। এ তালিকায় অষ্টম স্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান।

এশিয়ার যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের অবস্থান সপ্তম। আর সিরিয়ার অবস্থান নবম। ফরেন পলিসির সূচক অনুযায়ী ভঙ্গুর দেশের তালিকায় বাজে অবস্থানে আছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। দেশটি দ্বাদশ অবস্থানে আছে। আর দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের অবস্থান ত্রয়োদশ।

২৭তম অবস্থানে আছে মিয়ানমার। উত্তর কোরিয়া ২৯তম, শ্রীলঙ্কা ৩৪, নেপাল ৩৫, লেবানন ৪০, ইরান ৪৪ ও ফিলিপাইনের অবস্থান ৪৮তম। দক্ষিণ এশিয়ার প্রভাবশালী দেশ ভারতের অবস্থান ৬৯তম। আর চীনের অবস্থান ৮৩তম। ইন্দোনেশিয়া ৮৮তম ও সৌদি আরবের অবস্থান ১০১তম।

Share this post

scroll to top
error: Content is protected !!