DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

যে কারণে ঢাকা আসেননি মোদির নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল

dovalক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখনই বিদেশে যান, তার সঙ্গে থাকেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কিন্তু মোদি যখন ঢাকা সফরে এলেন, তখন সঙ্গে দেখা যায়নি নিরাপত্তা উপদেষ্টাকে। যারা বিষয়টি জানেন তারা অজিত ডোভালের অনুপস্থিতিতে খুবই অবাক হয়েছেন।

ভারতের এই প্রাক্তন গোয়েন্দা প্রধান কেন সেদিন নরেন্দ্র মোদির সঙ্গে ঢাকা আসেননি, কোন জরুরি কাজে নিয়মের ব্যতিক্রম ঘটিয়েছিলেন তিনি- অবশেষে সেটা জানা গেল আজ বৃহস্পতিবার।

ভারত সরকারের কেন্দ্রীয় সচিবালয়ের সাউথ ব্লকের এক কর্তা জানালেন, মোদির ঢাকা সফরের সময় ডোভাল প্রতিরক্ষা মন্ত্রকের ওয়ার রুমে বসে সেনা অফিসারদের সঙ্গে মিয়ানমারে জঙ্গি ঘাঁটি নির্মূল করার নীল নকশা তৈরি করছিলেন। আর সেই নকশা মেনেই সোমবার গভীর রাতে মিয়ানমারের ওনজায় অভিযান চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ওই ৪৫ মিনিটের অপারেশনে মারা গিয়েছে ৩৮ জন জঙ্গি। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এনএসসিএন-খাপলাং গোষ্ঠীর দু’টি জঙ্গি শিবির।

তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা।

Share this post

scroll to top
error: Content is protected !!