DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

গণতন্ত্র হত্যা দিবসে’ কানাডা বিএনপির বিক্ষোভ সমাবেশ এবং কালো পতাকা প্রদর্শন কর্মসূচী

10750212_10205726332506690_6560014544373213614_o৫ জানুয়ারি 'গণতন্ত্র হত্যা দিবস' উপলক্ষে কানাডা বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমূহের আয়োজনে মন্ট্রিয়েলে আজ ৪ জানুয়ারী রোববার সেন্ট লরেন্ট স্ট্রীটে এক  বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়|

প্রচন্ড ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করেওবিপুল সংখ্যক বিএনপি নেতা কর্মীর উপস্থিতিতে   কালো ব্যাজ ও কালো পতাকা শোভিত এইকর্ম সূচীতে  বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় সারা  দেশবাসীর আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করা হয়। এতে

বক্তারা বলেন দেশের গণতন্ত্রকামী  মানুষ  গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপি ও ২০ দলের ডাকা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচিতে অংশ  নিতে উন্মুখ হয়ে আছে। এ পরিস্থতিতে ক্ষমতাসীনরা ভীত হয়ে সারা দেশে গ্রেফতার ও হয়রানি শুরু করেছে|

 

শনিবার রাত থেকে তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার গুলশানের কার্যালয়ে অবরুদ্ধকরে রাখা হয়েছে। ক্ষমতাসীনরা তাঁকে

দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে দিচ্ছে না। এমন কী সংবাদ কর্মীদেরও তার সঙ্গে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না। আতঙ্কিত স্বৈরশাসনের এই দানব দের বিরুদ্ধে নিন্দা ও ঘৃণা প্রকাশের কোনো ভাষা নেই। জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনের মাধ্যমেই কেবল এসব অপকর্মের জবাব দেয়া সম্ভব।

 

10922657_10205726334586742_8098729548183851739_oবিএনপি ছাড়াও  নেতাকর্মী ছাড়াও দেশপ্রেমিক-গণতান্ত্রিক সকল দল ও শক্তিকে যে কোনো মূল্যে গণতন্ত্র হত্যা দিবস পালনের মাধ্যমে ক্ষমতাসীনদের দম্ভ ও স্বেচ্ছাচারিতার উপযুক্ত        জবাব দেয়ার আহ্বান জানানো হয়।

 

এতে উপস্থিত ছিলেন কানাডা বিএনপি’র সহ সভাপতি এজাজ আক্তার তৌফিক,কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আনসার আহমেদ, কানাডা বিএনপিরআঞ্চলিক সমন্বয়কারী ও দৈনিক প্রথম বাংলাদেশ এর সম্পাদক ক্যাপ্টেন(অবঃ) মারুফুর রহমান রাজু,স্বেচ্ছাসেবক দল কানাডার সভাপতি জনাব জয়নাল আবেদিন জামিল,মন্ট্রিয়ল বিএনপির সভাপতি জনাব নাসিরউল্লাহ,মন্ট্রিয়ল বিএনপির সাধারন সম্পাদক জনাব মুহিম আহমেদ, পেশাজীবি নেতা  প্রকৌশলী সিহাব উদ্দিন, বিএনপি নেতা জনাব তারেক  আহমেদ, জনাব খালেক, বিএনপি নেতা আরাফাত আলী, রেজা আহমেদ,রিয়াজ আহমেদ, কাজী মোঃ ফেরদৌস,শাহীন মিয়া,আব্দুস সালাম মোঃ  সিদ্দিক

প্রমুখ। 

Share this post

scroll to top
error: Content is protected !!