DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

নতুন বউ নিয়ে বন্ধুর বাড়িতে আত্মগোপনে মডেল এবং চিত্রনায়ক নিরব!

105524_1বিয়ের তিনদিন পার না হতেই নতুন বউ নিয়ে বন্ধুর বাড়িতে আত্মগোপনে আছেন চিত্রনায়ক ও মডেল সাখাওয়াত হোসেন নিরব। গত ২৬ ডিসেম্বর অনেকটা গোপনেই নর্থসাউথ ইউনিভার্সিটির ছাত্রী তাসফিয়া তাহের ঋদ্ধির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নিরব।

এরপরই ঋদ্ধির বাবা নিরবের বিরুদ্ধে মেয়ে অপহরণ মামলা করলে আত্মগোপনে যান নায়ক।


তবে নিরবের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ঋদ্ধিকে নিয়ে নিরব তার এক বন্ধুর বাসায় আছেন। তারা ভালোই আছেন। আজ-কালের মধ্যে ঋদ্ধি তার বাবাকে ফোন করে মামলা তুলে নেওয়ার জন্য অনুরোধ করতে পারেন।মামলার পরই নিরব আত্মগোপনে আছেন এমন খবর ছড়িয়ে পড়ে মিডিয়াঙ্গনে। তার গ্রামীন ফোন ও বাংলালিঙ্ক নাম্বার দুটিও বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ ২৯ ডিসেম্বর সন্ধ্যার পর নিজের ফেসবুক পেজে বিয়ের সময় তার ও ঋদ্ধির তোলা একটি ছবি পোস্ট করেন নিরব। এর ক্যাপশনে তিনি লিখেছেন, কোনো ফটোসেশনের ছবি নয়, আসল ছবি। ঘটনা সত্য।

Share this post

scroll to top
error: Content is protected !!