DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ থেকে কোনো কর্মী নেবে না আরব আমিরাতঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়া

khaleda-2-e1407262358590 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘কয়েক দিন আগে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে বুঝিয়েছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ থেকে জনশক্তি সে দেশে যাবে না।’

রোববার রাতে অনলাইন অ্যাক্টিভিস্টদের সংগঠন ব্লু ব্যান্ড কলের সসদ্যদের সঙ্গে মতবিনিমিয়ে এ কথা বলেছেন বেগম জিয়া।

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীত্ব বড় কোনো বিষয় না। লোভনীয় কিছু না। প্রধানমন্ত্রীর পদে থাকলে আরো সমস্যা।’

দেশ এক ব্যক্তির শাসনে চলছে- এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এ কারণে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে দেয়া যাবে না, দেবো না।’

‘দেশ রক্ষা’র জন্য সকলকে ঐক্যবব্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘এখনও মনে করি না দুর্বল হয়েছি। রাজপথে আন্দোলনে আমিও থাকবো।’

খালেদা জিয়া বলেন, ‘ওরা ভীতু বলে ২৯ ডিসেম্বর আমাদের কর্মসূচি করতে দেয়নি। নাহলে ওইদিনই একটা ফয়সালা হয়ে যেত।’

সরকার ছাত্রলীগকে অত্যাধুনিক অস্ত্র সাপ্লাই দিচ্ছে- এ অভিযোগ করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অস্ত্রাগারে ভরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাসের দাম নেই, যদি না সে আওয়ামী লীগ করে। আমরা আস্তে আস্তে বন্ধুহীন হয়ে যাচ্ছি। আমরা কি কেবল এই একটি রাষ্ট্র নিয়েই থাকবো?’

তিনি আরো বলেন, ‘যে কোনো খেলার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দরকার। এজন্য আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি।’

Share this post

scroll to top
error: Content is protected !!