DMCA.com Protection Status
title="শোকাহত

এটা আবার কোন ধুম্রজাল? আমি লতিফ সিদ্দিকীর আইনজীবী নই’:আওয়ামী সাংসদ নূরুল ইসলাম সুজন

100003_1আওয়ামী লীগের সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন বলেছেন, আমি লতিফ সিদ্দিকীর আইনজীবী নই। গণমাধ্যমে যে খরবটি প্রচারিত হচ্ছে সেটি আসলে তাদের তৈরি। এই মামলার সাথে আমি কোন ভাবেই জড়িত নই।

সোমবার রাতে একাত্তর টেলিভিশনে প্রচারিত ‘একাত্তর গণসংযোগ’ অনুষ্ঠানে তিনি এমন দাবী করেন।


তিনি আরো বলেন, অনেকেই বলছে তিনি যখন বিমান বন্দরে পৌঁছান পুলিশ তাকে কেন গ্রেপ্তার করেনি? কিন্তু পুলিশ যদি কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার ডকুমেন্ট হাতে না পায় তাহলে পুলিশ কিভাবে তাকে গ্রেপ্তার করবে। সরকারি পক্ষ থেকে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কোন মামলা করা হয়নি। যার কারণে ইমিগ্রেশন পুলিশ তার বিরুদ্ধে কোন গ্রেপ্তারি পরোয়ানা হাতে পায়নি যার জন্য তাকে গ্রেপ্তার করেনি।নূরুল ইসলাম বলেন, আমাকে নিয়ে ইতোমধ্যে গণমাধ্যমে একটা ভুল সংবাদ প্রচারিত হচ্ছে। যে আমি নাকি লতিফ সিদ্দিকীর আইনজীবী। আমি নিজে আইনজীবী কিন্তু লতিফ সিদ্দিকীর আইনজীবী না।

লতিফ সিদ্দিকীর পক্ষ থেকে কোন ব্যক্তি আমার সাথে মামলা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করেনি। আমি হাইকোর্টে প্রতিদিন যাই। কিন্তু হঠাৎ একদিন আমার চেম্বারের সামনে অনেকগুলো ফটো সাংবাদিক। কিন্তু তারা কি কারণে আমার এখানে আসছে তা আমি জানি না। কোনো সাংবাদিকও আমাকে প্রশ্ন করছে না। আমিতো একজন আইনজীবী সে পরিপ্রেক্ষিতে কারো পক্ষে মামলা নিতে হলে যে সমস্ত কাজ করা দরকার সে সমস্ত কাজ আমি করিনি। কাজেই আমি তার আইনজীবী না।

Share this post

scroll to top
error: Content is protected !!