DMCA.com Protection Status
title="শোকাহত

রোববারের রায়ে মীর কাশেমের সাজা হলে, আগামী বুধ-বৃহস্পতিবারও জামায়াতের হরতাল!

96647_1দলীয় আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে তিন দিন হরতালের প্রথম দিনের রেশ না কাটতেই রায় ইস্যুতে আবারও হরতাল দেওয়ার পরিকল্পনা করছে জামায়াতে ইসলামী। তবে এবারে দলটি ভাবছে তাদের নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীর রায় নিয়ে।

এ হিসেবে আগামী বুধ এবং বৃহস্পতিবারও হরতালের ঘোষণা আসতে পারে। জামায়াতের দলীয় বিশ্বস্ত সূত্রে এ সম্ভাবনার কথা জানা গেছে।


দক্ষিণাঞ্চলের একটি উপজেলার ভাইস-চেয়ারম্যান ও মহানগর জামায়াতের এক কর্মপরিষদ সদস্য দৈনিক প্রথম বাংলাদেশকে নিশ্চিত করেন, মীর কাসেমের সাজা হলে বুধ ও বৃহস্পতিবারও হরতাল থাকবে। এ ব্যাপারে রবিবার রায় ঘোষণার পর আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

আগামী রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে। জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্র জানায়, এ রায়ে কাশেম আলীকে দোষী সাব্যস্ত করা হলে ফের বুধবার ও বৃহস্পতিবার হরতাল কর্মসূচি দেবে জামায়াত। দলের নীতিনির্ধারকরা এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন বৃহস্পতিবার দুপুরে।

তবে এ ব্যাপারে জানতে দলটির প্রচার বিভাগের সহকারি সেক্রেটারি মতিউর রহমান আকন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সেলফোনটি বন্ধ পাওয়া গেছে।

আগামী মঙ্গলবার পবিত্র আশুরার সরকারি ছুটি। জামায়াতের এ ঘোষণার কারণে আগামী সপ্তাহের অবশিষ্ট চারটি কর্মদিবসই পড়তে যাচ্ছে হরতালের খপ্পরে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের আমির নিজামীকে ফাঁসির রায় দেওয়ায় ৭২ ঘণ্টার হরতালের ঘোষণা দেয় দলটি। এর প্রথম ২৪ ঘণ্টার হরতাল চলছে আজ বৃহস্পতিবার। আগামী রবি ও সোমবারেও এই হরতাল চলবে।

Share this post

scroll to top
error: Content is protected !!