DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

জামায়াত-শিবিরের কাছেও উপেক্ষিত গোলাম আযম!

axow07m7আবুল আলা মওদুদীকে জামায়াতের প্রতিষ্ঠাতা বলা হলেও বাংলাদেশ জামায়াতের প্রতিষ্ঠাতা বলা যায় ’৭১-এর স্বাধীনতাবিরোধী ও মানবতাবিরোধী অপরাধী প্রয়াত গোলাম আযমকে। দীর্ঘদিন দলটির কেন্দ্রীয় আমির ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত দলটির আদর্শকেই লালন করে গেছেন তিনি; কিন্তু সেই দলটির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের কাছেও উপেক্ষিত হয়েছেন গোলাম আযম।

 


তার মৃত্যুর পর সোমবার মগবাজার ১১৯/২, কাজী লেনের বাসার ৮ম তলায় খোলা হয় শোকবই। তাতে সারাদিনে দলের একজন শীর্ষ পর্যায়ের নেতার স্বাক্ষর পড়েনি। অথচ দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, মহানগর আমির মাওলানা রফিকুল ইসলাম খান, এইচএম হামিদুর রহমান আযাদসহ শীর্ষ পর্যায়ের নেতারা দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। প্রায় সময় জামায়াতের পক্ষে প্রকাশ্যে কর্মসূচিতে অংশ নিলেও দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, কর্মপরিষদ সদস্য ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহেররাও শোকবইয়ে স্বাক্ষর দেননি। একইভাবে উপেক্ষিত হয়েছেন শিবির নেতাদের কাছেও।

 


এ প্রসঙ্গে গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী  বলেন, ‘সময় তো আছে। তবে এখন পর্যন্ত বিএনপি-জামায়াতের শীর্ষ পর্যায়ের কেউ আসেননি। দলীয় বিবেচনায় শোকবই খোলা হয়নি। বিষয়টি একান্ত পারিবারিক। শুক্রবার পর্যন্ত শোক বইয়ে স্বাক্ষর দেয়ার সুযোগ রয়েছে। এর দিনক্ষণ আরও বাড়ানো হতে পারে বলেও জানান তিনি। 




জানা গেছে, দলের হাজার-হাজার নেতাকর্মী জামায়াতের সাবেক আমির গোলাম আযমের নামাজে জানাজায় অংশ নিলেও সাড়া  মেলেনি শোকবইয়ের স্বাক্ষরে। একইভাবে সাড়া নেই সাধারণ মানুষের। শুধু তাই নয়, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরাও যাননি শোক প্রকাশ করতে। 


জানা গেছে, সোমবার সারাদিনে দলটির শতাধিক সাধারণ নেতাকর্মী-সমর্থক শোকবইয়ে স্বাক্ষর করেছেন। বিকালে শোক জানাতে যান কুয়েত, ইন্দোনেশিয়া ও ফিলিস্তিনের প্রতিনিধিরা। এ ছাড়া আর কোনো বিদেশি প্রতিনিধি তার শোকবইয়ে স্বাক্ষর করেননি। তবে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ মুসলিম লীগ, লেবার পার্টির প্রতিনিধি দলের নেতারা শোকবইয়ে স্বাক্ষর করেছেন। 




বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান যুদ্ধাপরাধের দায়ে ৯০ বছর সাজাপ্রাপ্ত জামায়াত নেতা গোলাম আযম।




বিক্ষোভ ডেকেছে জামায়াত মঙ্গলবার




পল্টনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে জামায়াতের সংঘর্ষে নেতাকর্মী হতাহতের ঘটনার বিচার দাবি করে সারাদেশে মঙ্গলবার বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান সোমবার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

Share this post

scroll to top
error: Content is protected !!