DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

প্রধানমন্ত্রীর ইটালী সফরসঙ্গীর তালিকায় থাকা অন্তত ১১ জনের ভিসার আবেদন করে প্রত্যাখ্যান করেছে ইতালি দূতাবাস।

1412343473অত্যন্ত দুঃখজনক হলেও সত্য    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইটালী যাত্রার বিশাল বহরের সফরসঙ্গীর তালিকায় থাকা অন্তত ১১ জনের ভিসার আবেদন করে প্রত্যাখ্যান করেছে ইতালি দূতাবাস।এ ধরনের প্রত্যাখান বাংলাদেশের জন্য মোটেও সন্মানজনক নয় বলে  আমরা মর্মাহত।





ভিসা প্রত্যাখাতদের তালিকায় আছে-




১) অবৈধ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী


২) বিশিষ্ট সাংবাদিক হাসান শাহরিয়ার, 


৩) ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, 


৪) সংবাদ সম্পাদক আলতামাস কবীর, 


৫) ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন। 


৬) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত বাসস, ইউএনবি ও বিডি নিউজের রিপোর্টারও ভিসা পাননি।


৭) নিজ খরচে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়া ৭৩ ব্যবসায়ী প্রতিনিধির মধ্যে ৭০ জন ভিসা পেলেও ৩ জনের ভিসা না দিয়ে পাসপোর্ট ফেরত পাঠিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস।

Share this post

scroll to top
error: Content is protected !!