DMCA.com Protection Status
title="শোকাহত

সম্পূর্ন সুস্থ’ না হলে দেশে ফিরবেন না তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো

সম্পূর্ন  সুস্থ’ না হওয়া পর্যন্ত তারেক রহমান ও আরাফাত রহমান কোকো দেশে ফিরবেন না বলে জানিয়েছেন তাদের মা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী  বেগম খালেদা জিয়া।

Tarek-Kokoসোমবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদেরতিনি এ কথা জানান।

বিদেশে অবস্থানরত তারেক ও কোকোর সঙ্গে ঈদে কথা হয়েছে কি-না, তারা কেমন আছেন তা সাংবাদিকরা জানতে চাইলে বেগম জিয়া বলেন, ‘ঈদ উপলক্ষে আজকে দুজনের সাথে আমার কথা হয়েছে। তারা ভালো আছে।’

খালেদা জিয়া বলেন, ‘তারেক ও কোকো চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। আপনারা তো গিয়েছিলেন- দেখেছেন, তারেক এখনো ভালো করে হাঁটতে পারে না, তার কোমরে এখোনো  ব্যাথা। তবে তারেকের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও কোকোর অবস্থা এখনো খারাপ, তেমন উন্নতি হয়নি। তাই চিকিৎসা শেষ না হওয়া এবং শরীর ঠিক না হওয়া পর্যন্ত কীভাবে আসবে? আসতে পারবে না। সুস্থ না হওয়া পর্যন্ত তারা দেশে ফিরবেন না।’

Share this post

scroll to top
error: Content is protected !!