DMCA.com Protection Status
title="শোকাহত

ধর্মদ্রোহী লতীফ সিদ্দিকীর গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবী জানালো কানাডা বিএনপি

canadabnpflagবাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)কানাডা শাখা,  ধর্মদ্রোহী আওয়ামী মন্ত্রী আব্দুল লতীফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানিয়েছে।

 

কানাডা বিএনপির সাংগঠনিক সস্পাদক জনাব আনসার আহমেদ সাক্ষরিত এই বিবৃতিতে আরও বলা হয়,বিশ্বের এবং বাংলাদেশের কোটি কোটি মুসলিমের ধর্মীয় অনুভূতি এবং বিশ্বাসে আঘাত করে এই লতীফ সিদ্দিকী অত্যন্ত গর্হিত কাজ করেছেন।তিনি সম্পূর্ন সজ্ঞানে এবং ঠান্ডা মাথায় গতকাল নিউইয়র্কের এক সভায় এসব কথা বলেন।

 

বিবৃতিতে আরও বলা হয় ফ্যাসিস্ত আওয়ামী সরকারের প্রধান মন্ত্রী সহ অন্যান্য অনেক মন্ত্রী এবং নেতারাও বহু বার ইসলাম ধর্ম এবং মহানবী(সঃ) কে নিয়ে অবমাননাকর বিভিন্ন মন্তব্য করেছেন ,লতীফ সিদ্দিকীর  এই জঘন্য মন্তব্য তার ধারাবাহিকতার ফসল মাত্র।

 

তিনি একজন নামধারী মুসলমান হয়েও এবং শতকরা ৯০ভাগ মুসলিম সংখ্যা গরিষ্ট দেশের একজন মন্ত্রী হয়ে মহানবী(সঃ),পবিত্র হজ্জ এবং তাবলীগ জামাত নিয়ে যে ধরনের অস্ন্মানজনক বক্তব্য দিয়েছেন,একজন অমুসলিমও এ ধরনের মন্তব্য কখনও করেছেন বলে আমাদের জানা নেই।  

 

আমরা অগনতান্ত্রীক আওয়ামী লীগ সরকারকে কঠোর হুশীয়ারী দিয়ে বলতে চাই,অবিলম্বে এ ধর্মদ্রোহীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনুন এবং দেশে ইসলাম ধর্মের অবমানাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিন,অন্যথায় বাংলাদেশের ধর্মপ্রান মুসলমানগন তাদের বিচার নিজেরাই করতে বাধ্য হবেন। 

 

 

Share this post

scroll to top
error: Content is protected !!