DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

তড়িঘড়ি করে সংবিধানের ষোড়শ সংশোধনঃবিচারপতিদের অবস্থান-স্বাধীনতা সুরক্ষিত করেছিঃ শেখ হাসিনা

3vo4v1vu-e1404383701985যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় প্রসঙ্গে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের রায় হচ্ছে। কালকেও একজনের রায় হয়েছে। যা কারও কাছে কাম্য ছিল না। তার ফাঁসির রায় বহাল থাকলে মানুষ খুশি হতো।’

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘তিনি (সাঈদী) সাধারণ মানুষের কাছে একজন ধর্ম প্রচারক হিসেবে পরিচিত ছিলেন। এ রায়ে তিনি যে কতো বড় জঘন্য লোক ছিল মানুষ তা জেনেছে। মুখে ভালো কথা বললেও অপরাধের ধরন দেখে তাকে এখন আর কেউ ধর্ম প্রচারক বলে গণ্য করবে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘উচ্চ আদালত সম্পূর্ণভাবে স্বাধীন। তারা স্বাধীনভাবে রায় দিয়েছে। এখানে আমাদের কিছুই করার নেই।’

জামায়াতের হরতাল প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘জামায়াত কেন হরতাল দিল। তারা কি অখুশি? সাঈদীর ফাঁসি বহাল থাকলেই কি তারা খুশি হতো? আর যুদ্ধাপরাধীদের পক্ষে হরতাল মানুষ মানবে কেন? এ হরতাল কি বিচার বিভাগের বিরুদ্ধে?’

সংবিধান সংশোধন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘সংবিধান সংশোধন করে আমরা বিচারকদের জন্য সুরক্ষিত অবস্থা নিশ্চিত করেছি। আগে তিন সদস্য বিশিষ্ট কমিটি বিচারকের ভাগ্য নির্ধারণ করতো। এখন সংসদের দুই তৃতীয়াংশ দ্বারা ভাগ্য নির্ধারণ হবে। এ নিয়ে অনেকে অনেক কথা বলছেন। কিন্ত আমরা বিচারকদের অবস্থান ও স্বাধীনতাকে সুরক্ষিত করেছি।’

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সাধারণত রোজার সময় জিনিসপত্রের দাম বাড়ে । এবার এর ব্যতিক্রম হয়েছে। এবার রোজায় কোনো জিনিসের দাম বাড়েনি বরং কমেছে।’

‘খাদ্যে ভেজাল চলছে’- বিরোধীদলীয় নেতার এমন বক্তব্যর প্রতিক্রিয়ায় শেখ হাসিনা বলেন, ‘আপনি বলেছেন তিন দশক ধরে এসব ভেজাল চলে আসছে। আপনার এ কথা সঠিক। এই তিন দশকের মধ্যে কিন্তু জাতীয় পার্টির শাসনামলও ছিল। শুধু আওয়ামী লীগের সরকার ছিল না। আমরা বরং সব সময় ফরমালিন ও খাদ্যে ভেজাল রোধে কাজ করে যাচ্ছি।’

শিক্ষার মান নিয়ে রওশন এরশাদের তোলা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাধ্যমিকে ৪০ লাখ ছাত্র-ছাত্রী বৃত্তি পাচ্ছে। উচ্চ শিক্ষায় বৃত্তি দেয়ার নিয়ম নেই বলে ট্রাস্ট গঠন করে সেখান থেকে সাহায্য করছি। বিনা পয়সায় বই দিচ্ছি। এ বই বিতরণ কঠিন ছিল। কারণ তখন বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও আন্দোলন চলছিল। তারমধ্যেও বই বিতরণ করেছি।’

‘ঢাকা শহর একটা জলাশয়’ বিরোধীদলীয় নেতার এমন বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এ অকাজটা করে গেছে জাতীয় পার্টি। ঢাকা শহরে বিভিন্ন খাল ছিল। জাতীয় পার্টি তাতে বক্স কালভার্ট করে দিয়েছে। এ অকাজটা জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে করে গেছে।’

শেখ হাসিনা বলেন, ‘আমি জাতির জনকের কন্যা। দেশের প্রতি, মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধ রয়েছে। রাষ্ট্র পরিচালনায় অন্য কিছু দেখি না। আমাদের লক্ষ্য মানুষকে স্বস্তির মধ্যে রাখা, শান্তির মধ্যে রাখা।’

Share this post

scroll to top
error: Content is protected !!