DMCA.com Protection Status
title="শোকাহত

অর্থমন্ত্রী আবুল মুহিত নব্য অর্থনীতির দালালঃ ড. বারাকাত

06_95678অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে একহাত নিলেন জনতা ব্যাংকের সদ্য বিদায়ী চেয়ারম্যান ড. আবুল বারাকাত। তিনি বলেন, অর্থমন্ত্রী দেশপ্রেমিক নন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীও নন। তিনি অর্থনীতির মানুষ নন। একজন নব্য উদারবাদী অর্থনীতির দালাল। নিজের স্বার্থ তিনি ভালো বোঝেন।

 

বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জে নৌকাবাইচের অর্থ চাওয়া নিয়ে অর্থমন্ত্রী ও বারাকাতের মধ্যে টানাপড়েন সৃষ্টি হয়। অর্থমন্ত্রী বলেছিলেন, বারাকাতকে ৫ বছর রাখা হয়েছে, এটা যথেষ্ট। জনতা ব্যাংকের পাঁচ বছরের (২০০৯-২০১৩) সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) বিষয়ক প্রতিবেদনভিত্তিক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিণত হয় জনতা ব্যাংক নিয়ে অর্থমন্ত্রীর সাম্প্রতিক দেয়া বক্তব্যকে ঘিরে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ মঈনুদ্দিন, সঙ্গীতা আহমেদ, একেএম কামরুল ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এসএম আমিনুর রহমান প্রমুখ।

 

অর্থমন্ত্রীকে তদবিরবাজ উল্লেখ করে আবুল বারাকাত বলেন, সব ব্যাংকের মধ্যে সর্বোচ্চ মুনাফা অর্জন করছে জনতা ব্যাংক। এটাই কি তার চোখে অবক্ষয়? জনতা ব্যাংকের কোনো অবক্ষয় ঘটেনি। আমি যা বলেছি তা তথ্যপ্রমাণের ভিত্তিতেই বলেছি। অর্থমন্ত্রী না জেনেই ওইসব কথা বলেছেন। তার জনতা ব্যাংক কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাওয়া উচিত। অর্থমন্ত্রী মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে 'শেখেননি' বলে অভিযোগ করেন ড. বারাকাত।

 

Share this post

scroll to top
error: Content is protected !!