DMCA.com Protection Status
title="শোকাহত

ফেসবুকে স্ত্রীর নগ্ন ছবি প্রকাশ করে গ্রেপ্তার হলেন সংগীত পরিচালক শওকত আলী ইমন

1408687251দ্বিতীয় স্ত্রী জিনাত কবির তিথির (২৫) করা মামলায় ফের সংগীত পরিচালক শওকত আলী ইমনকে কারাগারে পাঠিয়েছে আদালত । 





নগ্ন ছবি ও নগ্ন ভিডিও প্রকাশের অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় বৃহস্পতিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. আমিনুল হক তাকে কারাগারে পাঠান।





বুধবার রাত ১টায় ওই মামলায় রাজধানীর বেইলি রোডের বাসা থেকে ইমনকে  গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ।


 


বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করা হয়। বেলা ৩টার দিকে আদালতে আইনজীবীরা তার জামিনের আবেদন করলেও বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।


 


মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ৬ ডিসেম্বর ইমনের সঙ্গে বিয়ে হয়। এক বছর যাবত্ কৌশলে ইমন তার নগ্ন ছবি তোলে। পরবর্তীতে সে তার কাছে ৫ কোটি টাকা দাবি করে. কিন্তু জিনাত দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে পূর্বে ধারনকৃত তার নগ্ন ছবি ফেসবুক ও ইন্টারেনেটে ভুয়া আইডি খুলে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। গত বছরের ৯ মে সে জিনাতের নগ্ন ছবি ফেসবুক ও ইন্টারনেটের মাধ্যমে তৌফিকুল আলম চৌধুরী এবং চিত্র পরিচালক দেবশীষ বিশ্বাসের কাছে পাঠায়।





গত ১৭ আগস্ট সন্ধ্যা ৭টায় আসামি ইমন বাদিনীকে জানায়, তার দাবিকৃত টাকা না দিলে নগ্ন ছবি তার (জিনাতের) আত্মীয়-স্বজনসহ সর্বসাধারণের কাছে ছড়িয়ে দেবে। বাদিনীর এসব নগ্ন ছবি আসামির ব্যক্তিগত দুটি ল্যাপটপে, অফিসের ডেস্কটপ কম্পিউটার এবং তার ব্যবহূত দুটি মোবাইলে সংরক্ষণ করা আছে।





এর আগে ২০১২ সালে জিনাত কবির বাদী হয়ে সুরকার ইমনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন। ধর্ষণ মামলায় তাকে রিমান্ডেও নিয়েছিল পুলিশ। পরে ২০১২ সালের ৫ ডিসেম্বর রাতে আবার পুলিশ হেফাজতে তাদের বিয়ে হয়েছিল। 


 

Share this post

scroll to top
error: Content is protected !!