DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

নিজেদের মধ্যে ভেদাভেদ ভূলে জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটাতে হবেঃস্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কানাডা বিএনপির নেতৃবৃন্দ।

10621185_847955421881133_1530983390_o (1)আজকে যারা প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের লোক তারাই বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিল। আজকের তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু তৎকালীন সময়ে গণ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন। এই গণ বাহিনীর লক্ষ্য ছিল তৎকালীন প্রধানমন্ত্রী, তার পরিবার ও দলকে নির্মূল করা।



মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কানাডা শাখার উদ্যোগে সংগঠনের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কানাডা বিএনপির সভাপতি জনাব ফায়সাল আহমেদ চোধুরী এ কথা বলেন।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআনের অংশ বিশেষ তেলাওয়াত করে জনাব মোঃ রাজন।



তিনি বলেন, 'বর্তমান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী শেখ মুজিবের গায়ের চামড়া দিয়ে ডুগডুগি বানাতে চেয়েছিলেন। আজকের প্রধানমন্ত্রী মূলত তার পিতার হত্যাকারীদের সঙ্গে আপোস করে আছেন।'



সভায় বক্তারা বলেন, একতরফা নির্বাচনে সৃষ্ট সরকার দেশবাসীর উপর জগদ্দল পাথর হয়ে বসে আছে। জাতীয় সম্প্রচার নীতিমালা এবং বিচারপতি অভিসংশনের আইন মূলত বাকশাল সৃষ্টির পদক্ষেপ। স্বেচ্ছাসেবক দল দেশে যেভাবে আন্দোলন চালিয়েছে, তেমনি ভাবে এখানে জামিলের নেতৃত্বে কানাডা স্বেচ্ছাসেবক দল কাজ করে যাচ্ছে। স্বেচ্ছাসেবক দল কানাডার এই আন্দোলন সংগ্রামের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।



সভাপতির ভাষণে এম. জয়নাল আবেদীন জামিল বলেন,  'এই সরকারের কার্যকলাপের বিরুদ্বে আমরা লড়াই অব্যাহত রাখব ইনশা আল্লাহ।'



জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কানাডা শাখার সভাপতি এম. জয়নাল আবেদীন জামিলের সভাপতিত্বে এবং সহ সভাপতি আব্দুস সবুরের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন কানাডা বিএনপির সহ-সভাপতি এজাজ আক্তার তৌফিক, কানাডা বিএনপির আঞ্চলিক সমন্বয়ক ও দৈনিক প্রথম বাংলাদেশের সম্পাদক ক্যাপ্টেন(অবঃ)মারুফুর রহমান রাজু,  কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনসার আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাছিম উদ্দিন, কুইবেক বিএনপির সভাপতি শাহজাহান শামীম ও সাধারণ সম্পাদক মুহিম আহমেদ, মন্ট্রিয়েল বিএনপির সভাপতি নাসির উল্লাহ,  বিএনপি নেতা এ.বি.এম আকবর, গিয়াস উদ্দিন, মোঃ কে রহমান, আরাফাত আলী, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু, পেশাজীবী নেতা প্রকৌশলী শিহাব উদ্দিন, প্রকৌশলী মোহাম্মদ তোফাজ্জল হোসেন পরাগ, কানাডা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল ইসলাম(মাসুম), আমিরুল ইসলাম, মোঃ রাজন এবং মোশারফ হোসাইন প্রমুখ।



 সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত সবাইকে নিয়ে কেক কাটা হয় এবং উপস্থিত সকলকে ভূড়িভোজে আপ্যায়িত করা হয়।

Share this post

scroll to top
error: Content is protected !!