DMCA.com Protection Status
title="শোকাহত

বিরোধী দলের আন্দোলনঃ২০০ বোমাবাজ ধরতে শীঘ্রই পুলিশের অভিযান

1406907489রাজধানীতে ৪০ বোমা প্রস্তুতকারকসহ দুইশ বোমাবাজের তালিকা গোয়েন্দা পুলিশের হাতে রয়েছে। বিএনপির আন্দোলনের হুমকির মুখে বোমাবাজের তালিকা তৈরি হালনাগাদ করেছে পুলিশ। এদের মধ্যে সরঞ্জাম সরবরাহকারী, প্রস্তুতকারক, বহন বা নিক্ষেপকারীও রয়েছে। 



এই তালিকা ধরে শীঘ্রই অভিযান শুরু করবে পুলিশ। তালিকায় থাকা প্রায় সবাই নির্বাচনের আগে মাঠপর্যায়ে বোমা হামলার মাধ্যমে সহিংসতায় জড়িত ছিল। আগে গ্রেপ্তার হলেও তারা বেশিরভাগই জামিনে বেরিয়ে গেছে।



শুক্রবার একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে এমন তথ্য বেরিয়ে এসেছে। প্রতিবেদনে বলা হয়, পাঁচ জানুয়ারির নির্বাচনের আগে এরকম বোমা হামলার দৃশ্য খুবই স্বাভাবিক ঘটনা ছিল। চোরাগোপ্তা এসব হামলায় অনেক প্রাণহানি হয়। অনেকে হামলার ভয়াবহতার চিহ্ন এখনো শরীরে বয়ে বেড়াচ্ছেন।

পুলিশের আশঙ্কা, ঈদ-পরবর্তী সময়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হলে বোমা বা চোরাগোপ্তা হামলার চিত্র ফিরে আসতে পারে। এ কারণে আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তালিকাটি প্রস্তুত করা হয়েছে।



পুলিশ জানায়, মদদদাতা, অর্থদাতাসহ কয়েকটি শ্রেণিতে এই তালিকা তৈরি করা হয়েছে। তবে যারা মাঠে কাজ করে তাদের বড় অংশের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তারা টাকার বিনিময়ে ভাড়া খাটে।



রাজধানীতে থানাভিত্তিক তালিকা তৈরি শেষে ইতিমধ্যে তা সংশ্লিষ্ট থানায়ও পাঠানো হয়েছে। তালিকাভুক্ত দুইশর মধ্যে ২০ জন সরবরাহকারী, চল্লিশজন প্রস্তুতকারক। বাকিরা মাঠ পর্যায়ে বিস্ফোরণের কাজ কিংবা তদারকি করে থাকে।


 

Share this post

scroll to top
error: Content is protected !!