DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

সমাজকল্যাণ মন্ত্রীর সম্বোধনে বিব্রত শেখ হাসিনা কন্যা পুতূল

putul02-e1406117561526বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সায়মা ওয়াজেদ পুতুলের ‘দাদা’ বলে উল্লেখ করলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী। আওয়ামী লীগের নেতা ও মন্ত্রী হওয়ার পরও এমন ভুল সম্বোধনে চরম বিব্রত বোধ করেন পুতুল।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলের উপস্থিতিতেই বঙ্গবন্ধুকে এমন ভুল সম্বোধনে উপস্থিত লোকজনের মধ্যেও চাপা হাসি লক্ষ্য করা যায়।

রাজধানীর সমাজসেবা অধিদপ্তরে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট্রি বোর্ডের পরিচিতি সভায় এমন ভুল করেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সায়মা ওয়াজেদ পুতুল।

বুধবার রাজধানীর সমাজসেবা অধিদপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অধিকাংশ বক্তা অটিজম বিষয়ে আলোচনার চেয়ে পুতুলের প্রশংসাতেই বেশি ব্যস্ত ছিলেন। এতেও বিব্রত বোধ করেন পুতুল।

অতিপ্রশংসায় বিব্রত হয়ে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি পুতুল বলেন, ‘আমার আশঙ্কা ছিল এই অনুষ্ঠানে এলে আমাকে নিয়েই বেশি কথা হবে। তাই হয়েছে। আমি লজ্জিত।’

পুতুল বলেন, ‘তবে আমার জন্য হলেও যদি আপনারা অটিজম নিয়ে গুরুত্ব সহকারে কাজ করতেন তাও ভালো। অটিজমদের অনেক বাধা আছে এর মধ্যে অন্যতম সামাজিক ও আইনগত। এই বাধাগুলো দূর করতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘প্রতিবন্ধীদের নিয়ে আমাদের চিন্তা-ভাবনা করতে হবে। তারা যেন মানুষের মতো মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে। তারা যে কারণেই প্রতিবন্ধী হোক না কেন সেটা বড় কথা নয়, বরং কীভাবে তারা সমাজে ভালোভাবে বাঁচতে পারে সেই চিন্তা করতে হবে।’

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- শিক্ষাসচিব ড. মোহাম্মদ সাদিক, বিএসএমএমইউ উপাচার্য ড. প্রাণ গোপাল দত্ত ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারপারসনন গোলাম রাব্বানী প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!