DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

র‌্যাব বিলুপ্তির দাবীতে কানাডা বিএনপির গন-সাক্ষর সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

গন-ধিকৃত  10397226_10152524605552591_6047609140656353_oর‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন  (র‌্যাব) বিলুপ্তির দাবি জানিয়ে কানাডা বিএনপি নেতারা বলেছেন, 'মানুষের জান-মাল রক্ষার পরিবর্তে   র‌্যাব এখন মানুষ হত্যা, খুন, গুম ও অপহরণের মতো জঘন্য কর্মকান্ডে লিপ্ত হয়ে পড়েছে।একদার নন্দিত এই বাহিনী আওয়ামী-বাকশালী চেতনায় অসৎ উদ্দেশ্যে বহু ব্যবহারের ফলে পচে গিয়েছে,তাই এর আর কোনও প্রয়োজন নেই'।

গত ১৫ জুলাই মঙ্গলবার মনট্রিয়ল,কানাডার  ৬৭৬৭ কোত-দে-নিজে, র‌্যাব বিলুপ্তির দাবিতে কানাডা বিএনপির উদ্যোগে  গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ও ইফতার মাহফিলে নেতৃবৃন্দ এই দাবি জানান।

কানাডা বিএনপির সভাপতি জনাব ফায়সাল আহমেদ চোধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠান টেলিকনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান।

জনাব মহিদুর রহমান বলেন, 'দেশে এখন কোনো বৈধ সরকার নেই। শেখ হাসিনা অস্ত্রের জোর দেখিয়ে ক্ষমতা দখল করে আছেন। তাদের কোনো জন সমর্থন নাই। দেশে এখন চলছে ভয়াবহ এক দুঃশাসন। ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি ভেঙ্গে পড়েছে। কোন কিছুর উপর সরকারের নিয়ন্ত্রণ নেই। এভাবে দেশ চলতে পারে না। তিনি এই কর্মসুচির প্রশংসা করে বলেন অতীতের মতো কানাডা বিএনপির আন্দোলন ও সংগ্রাম অব্যাহত থাকবে।'

iftarcanadabnp2সভাপতির বক্তব্যে জনাব ফায়সাল আহমেদ চৌধুরী বলেন, 'অপরাধ দমন, জঙ্গী তৎপরতা রোধসহ বিভিন্ন অপতৎপরতা দমনের জন্য র‌্যাব গঠন করা হয়েছিল। কিন্তু এই বাহিনী পেশাদার ভাড়াটে খুনী হিসেবে পরিণত হয়েছে। রক্ষী বাহিনীর মতো বর্তমান সরকারের ছত্রছায়ায় বিরোধী দলের নেতা কর্মীদের হত্যা, অপহরণ ও গুমের মত ন্যাক্কারজনক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। ফলে দেশিয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে। তাই অবিলম্বে এই বাহিনী বিলুপ্ত করতে হবে।'

অনুষ্ঠান উপস্থাপনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বেচ্ছাসেবক দলের কানাডা শাখার সভাপতি এম. জয়নাল আবেদীন জামিল। মোনাজাত পরিচালনা করেন কুইবেক বিএনপির সাধারণ সম্পাদক মুহিম আহমেদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কানাডা বিএনপির সহ-সভাপতি এজাজ আক্তার তৌফিক, সাংগঠনিক সম্পাদক আনসার আহমেদ, বাংলাদেশ ওয়াচ কানাডা'র সভাপতি আকতার আহমেদ, কুইবেক বিএনপির সভাপতি শাহজাহান শামীম, মন্ট্রিয়েল বিএনপির সভাপতি নাসির উল্লাহ, দৈনিক ‘প্রথম বাংলাদেশ’ এর সম্পাদক ক্যাপ্টেন (অব:) মারুফুর রহমান রাজু এবং সাংবাদিক মোঃ কামরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে কানাডার মাননীয়  প্রধানমন্ত্রী জনাব স্টিফেন হারপার সমীপে পিটিশনটিতে সাক্ষর করে জনাব ফায়সাল এ গনসাক্ষর কর্মসূচীর শুভারম্ভ করেন।তিনি কানাডা বিএনপির নেতা কর্মী দের অধিক হারে কানাডা প্রবাসী বাংলাদেশীগনের সাক্ষর সংগ্রহের আহবান জানান।তিনি জানান এসংক্রান্ত ওয়েব সাইট 'www.abolishrab.com'অচিরেই বিশ্বব্যাপি   র‌্যাব বিলুপ্তির সপক্ষে জনমত গঠনে সম্যক ভূমিকা রাখবে।

অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়েলের সাবেক প্রেসিডেন্ট শাফি উদ্দিন আহমেদ, কানাডা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুস সবুর এবং সাধারণ সম্পাদক মোঃ নাছিম উদ্দিন, জিয়া পরিষদের সভাপতি শাহজাহান কবির সাজু, প্রকৌশলী আবু সায়ীদ, পেশাজীবি প্রকৌশলী শিহাব উদ্দিন, বিএনপি নেতা শাহেদ শরীফ ছনেট, প্রকৌশলী মোহাম্মদ তোফাজ্জল হোসেন পরাগ, আরাফাত আলী, রেজা আহমাদ, খলিলুর রহমান, আনিস আহমদ, কাজী ফেরদৌস, ফখর উদ্দিন, নুর উদ্দিন, কাজী ফেরদৌস, সাখাওয়াত হোসেন মজুমদার, তালুকদার ওবায়দুল আমিন, মাহমুদুল ইসলাম সুমন, গিয়াস উদ্দিন আহমেদ, সেলিম লিবরাহ, আনিসুর রহমান, মহিলা নেত্রী আনোয়ারা বেগম, মিসেস দিলু খানম প্রমুখ সহ অনেকে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার পূর্ব মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের সুস্থতা কামনা ও ফিলিস্তিনের অসহায় মানুষের জন্য মোনাজাত করা হয়।

কানাডার প্রধানমন্ত্রীর সমীপে প্রেরিত পিটিশন টি পাঠককূলের জ্ঞাতার্থে নীচে দেওয়া হলোঃ

 

Petition to;

Mr. Stephen Harper,

Honorable Prime Minister of Canada,

Ottawa, Canada.

 

Abolish & Disband the Elite Force, Rapid Action Battalion (RAB) of Bangladesh immediately and help bring those criminals to Justice at once.

 

We the concerned Canadian Citizens of Bangladeshi origins would like to draw your kind attention to the present worsening law & order situation and clear violation of human rights in Bangladesh by RAB ,the only Elite force of the country.

We feel that once reputed Rapid Action battalion(RAB)has lost its moral obligation & purity because of politically motivated utilisation of them by the Present regime.

Therefore we would like to see an end to this dangerous, reckless, destructive and abusive attitude of this elite force .

Instead of acting as a savior of the public safety, RAB presently has become a serious threat to our people’s safety and democratic rights. Thus we demand of immediate Abolishment and complete disbandment of RAB and bring those, who are responsible for politically motivated astrocity, countless extra Juditial killings and abductions of a large number of citizens, who did not share the same views as the Present Regime.

So please pressure internationally on Bangladesh Government to Abolish RAB now and save the people of Bangladesh from this missguided Demon RAB with out any further delay.

 

 

Share this post

scroll to top
error: Content is protected !!