DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ভারতে মোদির ‘সম্মান রক্ষায়’ বিদ্যা বালানকে হেনস্তা!

index1চলচ্চিত্রের প্রচারে গিয়ে বিজেপি সমর্থকদের হেনস্তার শিকার হয়েছেন বলিউডের বিশিষ্ট অভিনেত্রী বিদ্যা বালান। তার নতুন চলচ্চিত্র ‘ববি জাসুসের’ প্রচার চালাতে মোদি’র বেশ ধরে ভাদোদরায় গিয়েছিলেন তিনি। কিন্তু বিজেপির নেতা-কর্মীদের তীব্র বিরোধিতার মুখে প্রচার কাজ শুরুই করতে পারেননি তিনি।

বিদ্যার নতুন ছবি ‘ববি জাসুস’ এ বিদ্যা একজন প্রাইভেট গোয়েন্দার ভূমিকায় অভিনয় করছেন। ছবিটিতে একটি রহস্যের সমাধান করার জন্য বিদ্যাকে ১২ ধরণের বেশে দেখা যাবে। আর ছবিটির প্রচারের জন্য ভাদোদরায় নতুন এক বেশে উপস্থিত হতে চেয়েছিলেন বিদ্যা। মোদির শহরে মোদি বেশে উপস্থিত হয়েই নিজের নতুন ছবিত প্রচার চালাতে চেয়েছিলেন তিনি। কিন্তু এতে মোদিকে উপহাস করা হচ্ছে বলে অভিযোগ করেন বিজেপি সমর্থকরা এবং তার এই পরিকল্পনায় বাধা দেন।

সেই চায়ের দোকানেও যেতে চেয়েছিলেন তিনি যেখান থেকে মোদির যাত্রা শুরু। কিন্তু মোদি সমর্থকরা তার চা দোকান যাত্রা বন্ধ করে দেয়। তার আসার খবর পেয়ে দোকান বন্ধ করে দেয় তারা। বিদ্যা যখন ভাদোদরার পুরনো শহরের খান্দেরাও মার্কেটের এলাকায় আসেন তখন দেখতে পান দোকান বন্ধ। এবং যখন তার গাড়ির চারপাশে ঘিরে কোলাহলের সৃষ্টি হয়ে তখন তিনি আর না এগিয়ে ফিরে যান।

এ ব্যাপারে মোদির অন্ধ ভক্ত ওই চায়ের দোকানের মালিক বলেন, ‘আমি এর বিরোধিতা করেছি কারণ একজন অভিনেত্রী মোদির বেশ নিবে, এটা প্রধানমন্ত্রীকে উপহাস করা হয়। এটা তার(বিদ্যা) বাণিজ্যিক ছবির জন্য মোদির নামের অপব্যবহার করা এবং আমি এটাকে ভালভাবে দেখছিনা’।

তবে এমন অভিযোগে দুঃখ পেয়েছেন বিদ্যা। নিজের দিক থেকে বিষয়টি স্পষ্ট করে বিদ্যা বালান বলেন, ভাদোদরায় সেই বিখ্যাত চায়ের দোকানে ভ্রমণ করতে চেয়েছিলেন, যা একটি ‘পর্যটন কেন্দ্রে’ পরিণত হয়েছে। বিদ্যা বলেন ‘আমি শুধুমাত্র আমাদের প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম কারণ ভাদোদরা হচ্ছে তার শহর আর তার অনুপ্রাণিত করার মত একটি গল্প আছে’।

‘আমার দুঃখ লাগছে যে আমার উদ্দেশ্যকে ভুল বোঝা হয়েছে। আমি কারো অনুভূতিতে আঘাত করতে চাইনি, তাই আমি আর এটা নিয়ে এগিয়ে যেতে চাইনি কিন্তু সত্যিকারভাবে পরিকল্পনা ছিল শুধুমাত্র তাকে শ্রদ্ধা ও সালাম জানান। আমি জানি না কেন আমাকে ভুল বোঝা হল। এটা আমার দূর্ভাগ্য ছিল। বিজেপি অভিযোগ করলেও, আমি আদৌ এই ইস্যুটিকে রাজনীতিকরণ করতে চাইনি। আমি সেখানে গিয়েছিলাম আমার ছবির প্রচার করতে’। আমি ছদ্মবেশ নিয়েছিলাম মোদিকে শ্রদ্ধা জানাতে।

তবে এ ব্যাপারে বিজিপি’র ভাদোদরায় সিটি প্রেসিডেন্ট বলেন, বিদ্যা বালানের ভাদোদরায় ভ্রমণ নিয়ে বিজিপির কোন অভিযোগ নেই। এটা মাহিদার(দোকান মালিক) ব্যাক্তিগত ব্যপার এবং এটা নিয়ে আমাদের কিছু করার নেই। আমরা মিস বালানের সাথে সাক্ষাত করেছি এবং তাকে আমাদের সমর্থক হওয়ার জন্য বুঝিয়েছি’।

Share this post

scroll to top
error: Content is protected !!