DMCA.com Protection Status
title="শোকাহত

সংসদে স্বাস্থ্যমন্ত্রী নাসিমঃ গ্রামে ডাক্তার আছে কি না দেখার দায়িত্ব মন্ত্রীর নয়

download (8)স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, গ্রামে ডাক্তার থাকবে, কি থাকবে না তা দেখার দায়িত্ব আমার না। তিনি বলেন, এ দায়িত্ব সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের।

তারা নিজ এলাকার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পরিচালনা বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন। তারাই দেখবেন ডাক্তার আছে কি নেই।

রবিবার সকালে জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের নির্দিষ্টকরণ বিলের ওপর আনিত ২৩ নম্বর দাবির ছাটাই প্রস্তাবের জবাবে একথা বলেন তিনি। তিনি বলেন, বিশ্বের কোথাও নেই যে সরকার প্রধান বা সংশ্লিষ্ট মন্ত্রী এগুলো দেখছেন।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চালানোর দায়িত্ব আমার না, আপনাদের। জাতীয় সংসদে এমপিদের ছাটাই প্রস্তাবের বিরোধিতা করে এ কথা বলেন তিনি।

এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলীসহ ৫ জন ছাটাই প্রস্তাব দেন। ছাটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তারা গ্রামে ডাক্তার না থাকায় মন্ত্রীর সমালোচনা করেন। পরে মন্ত্রী ছাটাই প্রস্তাবের জবাবে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রের পরিচালনা কমিটির মাসে দুটি মিটিং করার কথা আছে। আপনাদের কোনো সুপারিশ থাকলে সেটা শতভাগ গ্রহণ করা হবে। তবে ডাক্তার রাখার দায়িত্ব আপনাদেরই নিতে হবে। 

Share this post

scroll to top
error: Content is protected !!