DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

সংলাপেই এখনও গুরুত্ব যুক্তরাষ্ট্রের

download (5)দৈনিকপ্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ    বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপের মাধ্যমে নতুন একটি নির্বাচনের পথ খুঁজে পেতে যুক্তরাষ্ট্রের আগের অবস্থানের কোনো পরিবর্তন এখনও হয়নি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র মেরি হার্ফ সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। সাংবাদিকরা তার কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান। বাংলাদেশে একটি নতুন নির্বাচন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও সংলাপ শুরু না হওয়ার প্রসঙ্গ উঠে আসে।

মেরি হার্ফ বলেন, বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার পথ হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। সংলাপে বসে সব রাজনৈতিক দলকেই সিদ্ধান্ত নিতে হবে নতুন নির্বাচনের বিষয়ে। স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে এক সাংবাদিক তার প্রশ্নে বলেন, ‘বাংলাদেশে প্রতিদ্বন্দ্বী বড় দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সম্প্রতি সংলাপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

সেই সংলাপ নিয়ে উদ্বেগ রয়েছে। কারণ এরই মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। পাশাপাশি এসেছে সংখ্যালঘুদের ইস্যু। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী গত নভেম্বরে বাংলাদেশ সফর করেছেন, তারপর তিনি আর সফরে যাননি। এসবের পরিপ্রেক্ষিতে বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান কী? তারা কি এখনও সংলাপের সেই অবস্থায় স্থির আছে?’

দীর্ঘ এই প্রশ্নের জবাবে মেরি হার্ফ বলেন, ‘অবশ্যই। আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আপনি যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গ তুলেছেন। তিনি গত ৩০ এপ্রিল ক্যাপিটল হিলে শুনানিতে অংশ নিয়েছেন। সেখানে তিনি প্রকৃত সত্য তুলে ধরেছেন। বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এ জন্যই আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতে উত্সাহিত করছি। আমরা অব্যাহতভাবে বলে যাচ্ছি যে, এ ক্ষেত্রে সংলাপই হলো এগিয়ে যাওয়ার পথ। এ বিষয়ে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’ অবিলম্বে সংলাপের মাধ্যমে সমঝোতায় উপনিত হয়ে নতুন নির্বাচনের ব্যাপারে যু্ক্তরাষ্ট্রের সমর্থন সবসময়ই থাকবে। 

এরপর ওই সাংবাদিক তার সম্পূরক প্রশ্নে বলেন, ‘তাহলে কি বাংলাদেশে নতুন কোনো নির্বাচন হতে যাচ্ছে; বিশেষ করে সংলাপ একটি নতুন নির্বাচনের দিকে নিয়ে যাবে?’

এরপর মেরি হার্ফ বলেন, ‘সংলাপে কী বেরিয়ে আসবে সে বিষয়ে আমার কাছে তেমন বেশি কিছু বলার নেই। তবে অবশ্যই এ বিষয়ে সব রাজনৈতিক দলকে একত্রে সিদ্ধান্ত নিতে হবে।’ 

Share this post

scroll to top
error: Content is protected !!