DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

জামায়াতের সঙ্গে সরকারের আপস দেখছেন গনজাগরন মঞ্চের ইমরান সরকার

image_86658_0জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের আপসকামিতা লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি বলেন, “জামায়াতের কাছ থেকে সরকারের বিভিন্ন অনুষ্ঠানের অর্থ সংগ্রহ করা হচ্ছে। এতে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।”



রোববার মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে সাংস্কৃতিক বিপ্লবী সংঘে (সাবিস) পথসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইমরান এইচ সরকার।



ইমরান বলেন, “যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবি আদায়ে কাজ করে যাবে গণজাগরণ মঞ্চ।”



বিকেল সাড়ে পাঁচটার দিকে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে শহীদ মিনারের পাদদেশে সমাবেশে ইমরান এইচ সরকার বলেন, “যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত মঞ্চের আন্দোলন-সংগ্রাম চলবে।”



মঞ্চের কর্মীরা আজ ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, সাভার ও নবীনগর বাসস্ট্যান্ড, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় প্রচার চালান। এরপর পদযাত্রা নিয়ে তারা শহরের শহীদ রফিক সড়কে সাংস্কৃতিক বিপ্লবী সংঘে পথসভা করেন।



বাংলাদেশের প্রতিটি ঘরে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে মঞ্চের প্রচারাভিযানও চলবে

Share this post

scroll to top
error: Content is protected !!