DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ফরমালিন অভিযানে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য!: ফরমালিন ব্যবহার বন্ধে সেনাবাহিনী নিয়োগের প্রস্তাবনা

image_96261_0দৈনিক প্রথম বাংলাদেশ অনুসন্ধানঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফরমালিন ও কার্বাইডযুক্ত ফলের বিরুদ্ধে অভিযানে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। রাজধানীতে ডিএমপির ধারাবাহিক অভিযানে কারওরান বাজার এলাকার ফলের দোকান ও বাজারেও অভিযান চালায় তারা। অভিযানে আমে ১০১.৭৪ পিপিএম মাত্রায় ফরমালিন পাওয়া যায়। লিচুতে পাওয়া যায় ৭৩.৩২ পিপিএম। যেখানে বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, ফলের ক্ষেত্রে ০.১৫ পিপিএম পর্যন্ত ফরমালিন মানুষের জন্য সহনীয়।



অবস্থার ভয়াবহতা এবং ব্যপকতার বিবেচনায় এই আত্মঘাতি কর্মকান্ড বন্ধে সেনাবাহিনীকে দায়ীত্ব দেয়া প্রয়োজন বলে আমরা মনে করি।



এই অভিযানে ১৮.৭৫ মণ আম, ৪৫ হাজার লিচু ধ্বংস করা হয়।



এছাড়া গতকাল রোববার রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মহানগরীর ৮টি প্রবেশপথ দিয়ে আসা ৯৩৯টি ট্রাক তল্লাশি করে ২২৪টি ট্রাকে ফল পায় ডিএমপি। এই ২২৪টি ট্রাকের মধ্যে ১৯টি ট্রাকের ফলের নমুনা পরীক্ষা করে ফরমালিনের অস্তিত্ব পাওয়া গেছে। ফরমালিনের অস্তিত্ব পাওয়ায় অভিযানে প্রায় ১ হাজার ৯ মণ আম, ৮০ মণ জাম ও ১ লাখ ৬৪ হাজার লিচু ধ্বংস করা হয়েছে।




formalinডিএমপি উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, চেকপোস্টে পরীক্ষায় যে পরিমাণ ফরমালিন পাওয়া যাচ্ছে তা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ফরমালিন খাদ্য গ্রহণের ফলে মানবদেহে ক্যানসার, অকালমৃত্যু, কিডনী বিকল হওয়া, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সমস্যা, চোখের কর্ণিয়া ক্ষতিগ্রস্ত হওয়া, দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া এবং নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয়।



অসাধু ব্যবসায়ীকে কোনো ফলে ফরমালিন বা কার্বাইড মেশাতে দেখলে বা ওই কাজে কাউকে সহযোগিতা করতে দেখলে বা এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য থাকলে ০১৭১৩৩৯৮৩১৩ ও ০১৭৭০৫৪০৯০৪ নম্বরে জানানোর জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!