DMCA.com Protection Status
title="শোকাহত

লুকোচুরি নয়; জমকালো আয়োজনেই হবে রণবীর-ক্যাটরিনার বিয়ে

Are-Ranbir-Kapo12959৩১ বছর বয়সী রণবীর ও ৩০ বছর বয়সী ক্যাটরিনা দীর্ঘদিন চুটিয়ে প্রেম করছেন।

তবে তারা কখন-ই প্রেম কিংবা সম্ভাব্য বিয়ের কথা স্বীকার করেননি। তবে এবার লুকোচুরি নয়; জমকালো আয়োজনেই রণবীর-ক্যাটের বিয়ের আয়োজন করা হবে।

সব ভেবে-চিন্তে এ সিদ্ধান্তেই পৌঁছেছেন তাদের দুই পরিবারের সদস্যরা। ২০১৫ সালের মধ্যেই বিয়ে হবে বলিউডের তারকাজুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের।

রাজকীয় পরিবেশে বিয়ের সব আয়োজন করা হবে। তবে এর আগে তাদের বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হবে।

সম্প্রতি মুম্বাই মিররকে এ তথ্য জানিয়েছেন রণবীরের একটি ঘনিষ্ঠ মাধ্যম। উল্লেখ্য, এর আগে দীপিকা পাড়ুকোনসহ বেশ কজন অভিনেত্রীর সঙ্গে প্রেম করেছেন রণবীর।

অন্যদিকে ক্যাটরিনা সালমান খানের সঙ্গে প্রেম করে নানা আলোচনা-সমালোচনা জন্ম দিয়েছেন। তবে অতীত ভুলে তারা এখন গাঁটছড়া বাঁধতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানা গেছে।

Share this post

scroll to top
error: Content is protected !!