DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

রানা প্লাজা ট্র্যাজেডীঃ রানাকে বাদ দিয়েই ১৭জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিলো দুদক

logo_901830273নকশা বহির্ভূতভাবে সাভারের রানা প্লাজা ভবন নির্মাণ করায় এর কর্ণধার সোহেল রানাকে বাদ দিয়েই ১৭জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের দাবি, কাগজপত্রে রানা প্লাজা ভবনের আসল মালিক সোহেল রানার বাবা মা হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বহুল আলোচিত এ জালিয়াতির ঘটনায় মামলার অনুমোদন দেয় দুদক।

অনুমোদনের বিষয়ে নিশ্চিত করেন সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য।

Rana_222_33925যাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন-সোহেল রানা বাবা আবদুল খালেক, মাতা মর্জিনা বেগম, সাভার পৌরসভার ওয়ার্ড কমিশনার মো: আলী, আর্কিটিটেক্ট একেএম মাসুদ রেজা, পৌরসভা মেয়র আলহাজ রেফায়েত উল্লাহ, সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী মাহবুবুর রহমান, রাকিবুল হাসান রাসেল, ফারজানা ইসলাম, লাইসেন্স পরিদর্শক মো: আবদুল মোত্তালিব, সাবেক সচিব মর্জিনা খান প্রমুখ। 

Share this post

scroll to top
error: Content is protected !!