DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

পুলিশে যোগ হচ্ছে আরো ৫০ হাজার জনবলঃ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

 দেনিক  প্রথম বালাদেশ রিপোর্টঃ image_94978_0স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশে নতুন করে ৫০ হাজার জনবল নেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।



রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে টেবিলে উত্থাপিত সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।



আরেক সংসদ সদস্য রহিম উল্লাহর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার কর্তৃক ঘোষিত পুলিশ বিভাগে জনবল ৫০ হাজার বৃদ্ধির অংশ হিসেবে বর্ণিত থানাসহ সকল ইউনিটের প্রয়োজনীয় সংখ্যক জনবল বৃদ্বির প্রস্তাব প্রেরণ করা হবে।’



নোয়াখালি ২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত কয়েদীর সংখ্যা ১৯ হাজার ৭৩১ জন। হাজতী বন্দীর সংখ্যা ৪৫ হাজার ৫৯৩ জন, মুত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দীর সংখ্যা একহাজার ৭১ জন, বিদেশি মুক্তিপ্রাপ্ত বন্দীর সংখ্যা ৮৮ জন। সর্বমোট বন্দীর সংখ্যা ৬৬ হাজার ৪৬৫ জন (২৮-৫-২০১৪ তারিখের তথ্যমতে)।



এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘হাতিরঝিল এলাকায় নিরাপত্তা বিধানের লক্ষ্যে পুলিশ কমিশনার ডিএমপি, ঢাকা থেকে পাঠানো একটি প্রস্তাব পুলিশ হেডকোয়ার্টারে প্রক্রিয়াধীন আছে।’

Share this post

scroll to top
error: Content is protected !!