DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

চিকিৎসার্থে তারেক রহমান এখন মালয়েশিয়ায়

image_94004_0দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ মেডিকেল চেক আপের জন্য বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান সোমবার লন্ডন থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এসেছেন।





সূত্র জানায়, সোমবার স্থানীয় সময় বেলা ৩টায় কুয়ালালামপুর বিমান বন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান মালয়েশিয়া সরকারের কমিউনিকেশন ও মাল্টিমিডিয়া মন্ত্রণালয়ের মহাসচিব দাতো আবদুর রহীম রাজী এবং তারেক রহমানের ব্যক্তিগত মুখ্য কর্মকর্তা মিয়া নূরউদ্দীন অপু।





জানা যায়, আগামী এক সপ্তাহ তারেক সেখানে অবস্থান করবেন। তিনি কুয়ালালামপুরের জালান কিয়া পেঙ এ প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চেকআপ করাবেন। তারেক রহমানের সঙ্গে স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান রয়েছেন।





উল্লেখ, তারেক রহমান ২০০৮ এর ১২ সেপ্টেম্বর চিকিৎসার জন্য স্বপরিবারে লন্ডন গমন করেন। প্রায় পাঁচ বছর পর প্রথম তিনি লন্ডনের বাইরে যান গত বছরের ১ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের জন্য সউদী আরব। এক সপ্তাহকাল সৌদি আরবে অবস্থান করে ওমরাহ পালন ও রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারক জিয়ারত শেষে লন্ডনে ফিরে প্রত্যাবর্তন করেন।

Share this post

scroll to top
error: Content is protected !!