DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

হলিউড তারকাদের রাজকীয় ও বিলাসবহুল ঘরবাড়ি

 তারকাদের নিয়ে ভক্তদের আগ্রহের যেন শেষ নেই। এই সব তারকারা কী করেন,পছন্দ-অপছন্দ, লাভ-অ্যাফেয়ারস নিয়ে আমাদের কৌতূহলের যেন কোন কমতি নেই। আর এই কৌতূহলের সীমারেখা থেকে যেন বাদ পড়ে না তাদের বাসস্থানটিও। আর তাই এবার বলিউডের পরে ভক্তদের জন্য নিয়ে হাজির হলাম হলিউডের জনপ্রিয় সব তারকাদের বাড়ি নিয়ে। চলুন তবে জেনে নেই হলিউডের তারকাদের বাড়ি সম্পর্কে।

গত সপ্তাহেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আমেরিকান রিয়ালিটি শো তারকা কিম কারদেশিয়ান এবং র্যাপ সঙ্গীতশিল্পী কেনি ওয়াটসন। বিয়ের পর লস এঞ্জেলসের আলিশান বাড়িতেই থাকতে যাচ্ছেন এই সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তারকা জুটি। এই বাড়িটির মূল্য প্রায় ১০.৭৫ মিলিয়ন মার্কিন ডলার।

ছবিতে দেখুন হলিউডের জনপ্রিয় তারকা টেইলর সুইফটের আকর্ষণীয় বাড়ি। রূপকথার কাহিনীর নায়িকা হিসেবে জনপ্রিয় এই ২৫ বছর বয়সী অভিনেত্রী আমেরিকার লস এঞ্জেলসে ১.৫ একর জমিতে নিজের স্বপ্নের বাড়িটি পেয়ে যান।

সঙ্গীত ভুবনের বিতর্কিত এবং আলোচিত তারকা মাইলি সাইরাসের বাড়ি এটি। এই তারকার পোশাক-আশাক নিয়ে বরাবরই সমালোচনার সম্মুখীন হতে হলেও ছবিতে দেখুন বাড়ি সাজাতে রুচির পরিচয়ই দিয়েছেন এই তারকা। তার এই বাড়িটির মূল্য প্রায় ৩.৯ মিলিয়ন মার্কিন ডলার।

হলিউডের বিত্তশালী তারকা টম ক্রুজের বাড়ির যেন অভাব নেই। ইংল্যান্ড, ক্যালিফোর্নিয়া এবং ইতালিতেও এই অভিনেতার রাজকীয় সব বাড়ি রয়েছে। তবে কেটি হোমসের সাথে বিবাহ বন্ধনের পরে তিনি এই বাড়িটি কিনেন।

ছবিতে দেখুন লেকের পাশে জর্জ ক্লুনির আকর্ষণীয় বাড়িটি। এই বাড়িটি জর্জ ক্লুনির ইতালিইয়ান ভিলা নামেই বেশী পরিচিত।

হলিউডের সুদর্শন অভিনেতা জেসন স্টেথামের বাড়ি এটি। সমুদ্র তটের খুব কাছাকাছি বাড়িটি তৈরি করা থেকেই বুঝা যাচ্ছে এই তারকার সমুদ্রপ্রীতি কতটা গাঁঢ়।

ছবিটি দেখে বুঝতে পারছেন না তো কোনটি সঙ্গীতশিল্পী বিয়ন্সের বাড়ি। ছবিতে ভাল করে লক্ষ্য করুন, এতগুলো বাড়ির মাঝেও একটি বাড়ি কিন্তু ঠিকই আপনার দৃষ্টি কাড়ছে। জি হ্যাঁ ঠিকই ধরেছেন লাল ইটের এবং সবুজ গ্লাসের রাজকীয় বাড়িটি এই তারকার।

ছবিতে দেখুন হলিউডের জনপ্রিয় তারকা নিকলাস কেইজের বাড়ি এটি। বাড়িটির শৈল্পিক উপস্থাপন আপনাকে অভিভূত করেছে নিশ্চয়ই।

এটি অপেরা উইনফ্রের বাড়ি। দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে তাই না?

এই বাড়িটি জন ট্রাভোল্টা ১৯৭২ সালে প্রায় ৭ মিলিয়ন ডলার দিয়ে বাড়িটি ক্রয় করেন।

 

Share this post

scroll to top
error: Content is protected !!