DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

মিজান টাওয়ারে নয়, বিস্ফোরণ ম্যানহোলেঃমিজান টাওয়ার ঝুকিমুক্ত ঘোষনা

download (1)রাজধানীর কল্যাণপুরে অবস্থিত মিজান টাউয়ার ঝুঁকিমুক্ত ঘোষণা করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও বুয়েটের বিশেষজ্ঞ দল।


শুক্রবার বিকালে পরিদর্শন শেষে এটিকে ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়। 

রাজধানীর কল্যাণপুরে ম্যানহোলে গ্যাস বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে নিকটস্থ মিজান টাওয়ার নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। রাজউকের শীর্ষ কর্মকর্তারা এই অপপ্রচারে বিস্ময় প্রকাশ করেছেন।

রাজউক, সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টরা বলেছেন, ভবনের অবকাঠামোগত কোনো সমস্যা নেই এবং ভবনটিও ঝুঁকিপূর্ণ নয়। রাজধানীর কল্যাণপুরে বুধবার রাতে গাবতলী অভিমুখী সড়কের পূর্বদিকে মিজান টাওয়ারের সামনের ফুটপাথের নিচে ম্যানহোলে জমে থাকা গ্যাসের চাপে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে ফুটপাথের ড্রেনের ওপরে থাকা সিমেন্টের স্ল্যাবগুলো ভেঙে ছিটকে যায়। এ ঘটনায় কয়েকজন আঘাত পান, তবে তা গুরুতর নয়। বুধবার রাত থেকে ওই ঘটনায় মিজান টাওয়ারকে জড়িয়ে বিভিন্ন টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল এবং বৃহস্পতিবারের কয়েকটি পত্রিকায় মিজান টাওয়ার হেলে পড়েছে বলে বিভ্রান্তিকর খবর প্রকাশ হয়।

তবে রাজউক, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে এসব খবর ভিত্তিহীন বলে মন্তব্য করে এবং ভবনটি ঝুঁকিমুক্ত বলে জানায়। এ ব্যাপারে রাউজকের অথরাইজড অফিসার মাহবুবুর রহমান জানান, রাজউকের পক্ষ থেকে মিজান টাওয়ারকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়নি। পরে রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে রাউজকের সদস্য (পরিকল্পনা) শেখ আবদুল মান্নান  বলেন, মিজান টাওয়ারের স্ট্রাকচারাল (অবকাঠামোগত) কোনো ঝুঁকি নেই।

তবে ভবনের পাশে গ্যাস বিস্ফোরণ ও অতিরিক্ত লোক সমাগমের কারণে নিরাপত্তার স্বার্থে ভবনটির বাসিন্দাদের দূরে সরিয়ে নেয়া হয়েছে। রাজউকের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে মিজান টাওয়ারকে ‘ঝুঁকিপূর্ণ’ মর্মে পরিবেশিত সংবাদ সঠিক নয় বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, (আজ) শুক্রবার বুয়েটের প্রতিনিধিদল ভবনটি পরিদর্শন করবে এবং পরীক্ষা-নিরীক্ষা করবে।

বৃহস্পতিবার রাতে রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) এবং তদন্ত কমিটির প্রধান আবদুল হাই বর বলেন, মিজান টাওয়ারকে রাজউক ঝঁকিপূর্ণ ঘোষণা করেনি। ভবনটির অবকাঠামোগত কোনো সমস্যা নেই। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টিমের নিরীক্ষা এবং তদন্ত কমিটির রিপোর্টের আগেই ভবনটিকে ‘ঝুকিপূর্ণ’ বলার সুযোগ নেই। এ বিষয়ে কেউ মন্তব্য করলে আমার বক্তব্য নিতে হবে। কারণ বিষয়টি আমার এখতিয়ারাধীন।

তবে মিজান টাওয়ারের কাছাকাছি ড্রেনে বিস্ফোরণ ঘটায় এবং জনমনে মিজান টাওয়ারের বিষয়ে আতঙ্ক তৈরি হওয়ায় এ ব্যাপারে রাজউক পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী কয়েক দিনের মধ্যে এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিল করবে কমিটি। বুয়েট একটি কমিটি গঠন করেছে। ওই কমিটির সদস্যরা মিজান টাওয়ার পরিদর্শন করবেন।

রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) প্রকৌশলী গোলাম মোস্তফা বৃহস্পতিবার  জানান, বুধবার রাতে মিজান টাওয়ার পরিদর্শন করেন তিনি। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি দেখেছেন, বিস্ফোরণ স্পট থেকে মিজান টাওয়ার বেশ দূরে। তবে কাছাকাছি হওয়াতে জনমনে আতঙ্ক ছড়িয়েছে বলে জানান তিনি। রাজউক ও সিটি করপোরেশনের প্রকৌশলীরা বলেছেন, দীর্ঘদিন স্যুয়ারেজ লাইন পরিষ্কার না করায় ভিতরের ময়লা-আবর্জনা পচে গ্যাসের সৃষ্টি হয় এবং এর চাপেই বিস্ফোরণ ঘটে।

তারা আরও বলেন, এ ঘটনায় মিজান টাওয়ার হেলে যাওয়ার খবর সঠিক নয়। ঘটনার পর পরই পুলিশ, ফায়ার সার্ভিস, ঢাকা সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, গ্যাস, বিদ্যুত্ বিভাগের দায়িত্বরতরা ঘটনাস্থলে যান। স্থানীয় এমপি আসলামুল হকও বুধবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্য এবং সেবা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বললে তারা স্থানীয় সাংসদের কাছে ভবনটি ঝুঁকিমুক্ত বলে জানান। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মিজান টাওয়ারের পাশের ড্রেনে আবারও বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Share this post

scroll to top
error: Content is protected !!