DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

শামীম ওসমান ও নূর হোসেনের ফোনালাপের অডিও প্রকাশঃজনমনে চরম অসন্তোষ

image_92525_0নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে সরকার দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের ফোনালাপের অডিও প্রকাশ করা হয়েছে। অডিওর মাধ্যমে জানা যায়, নূর হোসেনকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন শামীম ওসমান। ফোনালাপের শুরুতে শামীম ওসমানকে সালাম দেন নূর হোসেন।



পরে শামীম ওসমান বলেন, ‘খবরটা পৌঁছাই দিছিলাম, পাইছিলা?’ জবাবে নূর হোসেন বলেন, ‘পাইছি ভাই।’ শামীম ওসমান বলেন, ‘তুমি অত চিন্তা করো না।’ নূর হোসেন এ সময় কান্নাজড়িত কণ্ঠে শামীম ওসমানকে বলেন, ‘ভাই, আমি লেখাপড়া করিনি। আমার অনেক ভুল আছে। আপনি আমার বাপ লাগেন। আপনারে আমি অনেক ভালোবাসি ভাই। আপনি আমারে একটু যাওয়ার ব্যবস্থা করে দেন।’



জবাবে শামীম ওসমান বলেন, ‘একটু সময় দাও। এখন আর কোনো সমস্যা হবে না।’ শামীম ওসমান ‘গৌর দা’ বলে এক লোকের সঙ্গে নূর হোসেনকে দেখা করতে বলেন। পরে জানা যায় ওই ‘গৌর দা’ হচ্ছেন একজন আইনজীবী।



নূর হোসেনের কাছে শামীম ওসমান জানতে চান, কোনো সিল আছে কি না।(এক্ষেত্র তিনি সিল বলতে ভারতের ভিসা করা আছে কিনা জানতে চেয়েছেন) সিল থাকার কথা জানিয়ে নূর হোসেন বলেন, ‘আছে আছে, সিল আছে, কিন্তু যামু ক্যামনে? যেভাবে বলল অ্যালার্ট।’ শামীম ওসমান বলেন, ‘না কিছু নেই। মনে হয় না। তুমি আগাইতে থাকো।’ নূর হোসেন তখন বলেন, ‘ভাই, তাহলে একটু খবর নেন। আমি আবার ফোন দেই।’



কথাবার্তার একপর্যায়ে শামীম ওসমান নূর হোসেনকে বলেন, ‘তুমি কোনো অপরাধ করো নাই। আমি জানি, ঘটনা অন্য কেউ ঘটাইয়া এক ঢিলে দুই পাখি মারতেছে।’ এ সময় শামীম ওসমান নূর হোসেনের কাছে জানতে চান, এই নম্বরটি নতুন কি না। নূর হোসেন ‘হ্যাঁ সূচক’ জবাব দেন। শামীম ওসমান বলেন, তিনি নূর হোসেনকে তার আরেকটি নম্বর পাঠাবেন যোগাযোগের জন্য।



অপহরণের দুই দিন পর অর্থাৎ ২৯ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে শামীম ওসমানকে ফোন করেন নূর হোসেন। ১ মিনিট ৪৩ সেকেন্ড কথা হয় তাদের মধ্যে। শামীম ওসমানকে ফোন করার সময় ধানমণ্ডি ৪ নম্বর সড়কের আশপাশে ছিলেন নূর হোসেন।নূর হোসেনের মুঠোফোন স্যাটেলাইট ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করা হয়েছে বলে বিশেষজ্ঞরা ধারনা করছেন।এক্ষেত্রে তার নম্বরটি নতুন হলেও শামীম ওসমানের ফোনে আগত কল ট্র্যাকিংয়ের মাধ্যমে নূর হোসেনের ফোন নম্বরটির সন্ধান পাওয়া যায়।

Share this post

scroll to top
error: Content is protected !!