DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

জাপা সাংসদ মাহজাবিন মোরশেদকে শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানালেন, চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম

image_92253_0দৈনিক প্রথম বাংলাদেশ  প্রতিবেদনঃ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য মাহজাবিন মোরশেদকে দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছের চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির নেতারা। অন্যথায় তার বিরুদ্ধে কেন্দ্রে লিখিত অভিযোগ দেয়ার পাশাপাশি তাকে অবাঞ্চিত ঘোষণার সিদ্ধান্ত নেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।



বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নগর জাতীয় পার্টির নেতারা এসব কথা বলেন।

 

সংবাদ সম্মেলনে নগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ বলেন, ‘কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাংসদ মাহজাবিন মোরশেদ বেশ কিছুদিন ধরে নগর জাতীয় পার্টির ব্যানারে মূলধারা বিচ্যুত কিছু লোকজন নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। আমরা তাকে বারবার শৃঙ্খলাবিরোধী এসব কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানালেও তিনি এসব কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। সাংসদ যদি শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড অব্যাহত রাখেন তাহলে আমরা পার্টির চেয়ারম্যান ও মহাসচিব বরাবরে লিখিত অভিযোগ ও অবাঞ্চিত ঘোষণা করার মত সিন্ধান্ত নিতে বাধ্য হব।’




10258801_872007449483323_3002564312812122377_oসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী।



লিখিত বক্তব্যে বলা হয়, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ জেলার কিছু মূলধারা বিচ্যুত, বিভিন্ন সময়ে বহিষ্কৃত, সুবিধাবাদী কাল্পনিক পদ-পদবী ব্যবহারকারীদের সঙ্গে বিবৃতি দিয়ে পত্রিকায় সরবরাহ করছেন মাহজাবিন মোরশেদ। একজন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের সংগঠন বিরোধী, এখতিয়ার বহির্ভূত, পার্টির শৃঙ্খলা পরিপন্থি এসব কর্মকাণ্ড  আমরা মেনে নিতে পারি না।



সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ মিয়া, আবু জাফর মাহমুদ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, প্রচার সম্পাদক নাছির উদ্দিন ছিদ্দিকী ও দপ্তর সম্পাদক ছবির আহম্মদ প্রমুখ

Share this post

scroll to top
error: Content is protected !!