DMCA.com Protection Status
title="শোকাহত

রাজনৈতিক বিবেচনায় অবৈধ ভাবে নূর হোসেন গং দের অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে!

Arms-licence-300x224নারায়ণগঞ্জে সাত খুনের দায়ে অভিযুক্ত নূর হোসেনের নামে মামলা আছে ২২টি, এরমধ্যে কয়েকটি হত্যা মামলা। তবু তিনি পেয়েছিলেন দুটি অস্ত্রের লাইসেন্স। তার সহযোগীদের বিরুদ্ধেও রয়েছে একাধিক ফোজদারী মামলা।

 

আইন অনুযায়ী তাদের অস্ত্রের লাইসেন্স পাওয়ার কথা নয়, তবু নূর হোসেনসহ তার ছয় সহযোগী পেয়েছে মোট ১১টি অস্ত্রের লাইসেন্স। ২০১২ সালে দু’টি এবং বাকীগুলো ২০১৩ সালে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরের সুপারিশে পিস্তল ও রিভলবারের লাইসেন্স পায় নূর হোসেন গং।

 
 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৪। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যতগুলো শাখা, তার মধ্যে সবচেয়ে বেশি ভিড়, লোকসামাগম এ শাখায়। কারণ এখানে মেলে অস্ত্রের লাইসেন্স পাওয়ার সুপারিশ। আর সেই সুপারিশের ভিত্তিতে জেলা প্রশাসক দেন অস্ত্রের লাইসেন্স। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎপ্রার্থীদের বেশির ভাগই এসেছেন লাইসেন্সের সুপারিশ পাওয়ার আশায়। অভিযোগ আছে, কেবল দলীয় বিবেচনাতেই অনেকে এই সুপারিশ পাচ্ছেন।

 

image_89854_0আগ্নেয়াস্ত্র আইন অনুযায়ী, কারো বিরুদ্ধ ফৌজদারী মামলা থাকলে তিনি অস্ত্রের লাইসেন্স পাবেননা। আবেদনকারী অস্ত্রের লাইসেন্স পাওয়ার যোগ্য কিনা- পুলিশের গোয়েন্দা রিপোর্ট তা যাচাইয়ের কথা থাকলেও অনেক সময় তা পাওয়া যায় টাকার বিনিময়ে- রাজনৈতিক প্রভাবে। অবশ্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব অভিযোগ আমলে নিতে নারাজ।

 

নারায়ণগঞ্জে সাত খুনের দায়ে অভিযুক্ত নূর হোসেনের নামে মামলা আছে ২২টি, এরমধ্যে কয়েকটি হত্যা মামলা। তবু তিনি পেয়েছিলেন দুটি অস্ত্রের লাইসেন্স।

 

তার সহযোগীদের বিরুদ্ধেও রয়েছে একাধিক ফোজদারী মামলা। আইন অনুযায়ী তাদের অস্ত্রের লাইসেন্স পাওয়ার কথা নয়, তবু নূর হোসেনসহ তার ছয় সহযোগী পেয়েছে মোট ১১টি অস্ত্রের লাইসেন্স। ২০১২ সালে দু’টি এবং বাকীগুলো ২০১৩ সালে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরের সুপারিশে পিস্তল ও রিভলবারের লাইসেন্স পায় নূর হোসেন গং।

 

Share this post

scroll to top
error: Content is protected !!