DMCA.com Protection Status
title="শোকাহত

ঢালিউডের নতুন আইটেম গার্ল নাইলা নাঈম

1003877_194986474033259_708298099_nআলোচিত মডেল নাইলা নাঈম, প্রথমবারের মতো চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন। তবে নায়িকা হিসেবে নয়, আইটেম গার্ল হিসেবে। সম্প্রতি তন্ময় তানসেনের ‘রানআউট’ চলচ্চিত্রের একটি আইটেম গানে পারফর্ম করার জন্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ।
 
‘রানআউট’ চলচ্চিত্রটির শুটিং শেষ হলেও, রয়ে গেছে একটি আইটেম গানের দৃশ্যধারণের কাজ। আর এই আইটেম গানের মাধ্যমে প্রথমবারের মতো রুপালী পর্দা কাঁপাতে আসছেন নাইলা। আইটেম গানটির দৃশ্যধারণ করা হবে আগামী ১৬ ও ১৭ মে।
 
‘রানআউট’ চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ও মডেল সজল এবং অভিনেত্রী মৌসুমী নাগ। চলচ্চিত্রটির বিভিন্ন দৃশ্যে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সাবিহা আজিজ, তানভীর হাসান প্রবাল প্রমুখ।
 
উল্লেখ্য, নাইলা নাঈম পেশাগত জীবনে একজন দন্ত্য চিকিৎসক হলেও, মডেলিংয়ের প্রতি ভালো লাগা থেকেই মিডিয়াতে কাজ করতে শুরু করেন।

Share this post

scroll to top
error: Content is protected !!