DMCA.com Protection Status
ঈদ মোবারক

ভারতীয় হ্যাকারদের দখলে মন্ত্রিপরিষদের ওয়েবসাইট-http://www.cabinet.gov.bd

images (42)ভারতীয় হ্যাকাররা বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট হ্যাক করেছে । হ্যাকাররা নিজেদের ভারতীয় বলে দাবিও করেছে।

মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে (http://www.cabinet.gov.bd) ঢুকলেই দেখা যাচ্ছে ভারতীয় পতাকা প্রদর্শিত হচ্ছে। এমনকি সেখানে বাজনাও বাজছে। লেখা রয়েছে, ‘হ্যাকড বাই ব্ল্যাক ড্রাগন’।সেখানে ইংরেজিতে বাংলাদেশি হ্যাকারদের সাবধান করে দেয়া হয়েছে।

ব্ল্যাক ড্রাগন লিখেছে, ‘এটা বাংলাদেশি হ্যাকারদের জন্য সতর্কবার্তা, তারা যেন ভারতীয় সাইট হ্যাক করা থেকে বিরত থাকে। আমরা আপনাদের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হতে চাই না। কিন্তু আপনারা বন্ধ না করলে এ রকম আরও ঘটনার জন্য প্রস্তুত থাকুন।’ 

Share this post

scroll to top
error: Content is protected !!