DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

‘সরকারপতন ঘটানোর শক্তি-সামর্থ্য কোনোটাই বিএনপির নেই’:যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের

images (7)যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিস্তায় পানি আসা নিয়ে বিএনপির আন্দোলনের কোনো সাফল্য নেই আবার কূটনৈতিক সাফল্যও বলা যায় না। এসব যারা বলে তাদের মধ্যে একধরনের অজ্ঞতা কাজ করেছে। তাছাড়া আন্দোলন করে সরকার পতন ঘটানোর শক্তি-সামর্থ্য কোনোটাই বিএনপির নেই।

শুক্রবার পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল-হামকুড়িয়া-চাটমোহর সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন। আগামী জুন মাসে পদ্মা সেতুর কার্যাদেশ দেয়া হবে উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন- সাড়ে তিন বছরের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে।

জনগণের সম্পদ পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, এটা এখন দৃশ্যমান বাস্তবতা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন- কোনো সরকার স্থায়ী নয়, সরকার আসবে-যাবে। কিন্তু পদ্মা সেতু থাকবে। যোগাযোগমন্ত্রী বলেন, যমুনা নদীর পাটুরিয়া-নগরবাড়ী-দৌলতদিয়া রুটে ওয়াই আকৃতির দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হবে। এ ছাড়া সড়ক-মহাসড়কে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্যবাহী যান পরিবহন রোধেও ব্যবস্থা নেয়া হচ্ছে।

উন্নয়ন কাজ পরিদর্শন ছাড়াও মন্ত্রী হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সভায় বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মকবুল হোসেন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সালাম, পাবনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু রওশন, পাবনার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার, চাটমোহর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, ধ্রুব কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম স্বপন চৌধুরীসহ জেলা-উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

Share this post

scroll to top
error: Content is protected !!