DMCA.com Protection Status
title="শোকাহত

রানা প্লাজার মালিক রানার বাবা কুলু খালেকের আওয়ামী লীগে যোগদান

Rana_222_33925সাভারে রানা প্লাজা ট্রাজেডির নায়ক সোহেল রানার বাবা আব্দুল খালেক ওরফে ‘কুলু খালেক’ স্থানীয় আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গতকাল দুপুরে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় সাভারের নতুন সংসদ সদস্য এনাম মেডিকেলের মালিক ডা. এনামুর রহমানের বাড়িতে আওয়ামী লীগ আয়োজিত এক প্রস্তুতি সভায় অংশগ্রহণ করে তিনি এ যোগদান করেন। এ সময় রানার বাবা কুলু খালেক সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও সব সময় আওয়ামী লীগের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।



এ বিষয়ে সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালীম জানান, আগামী ২৭ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল দুপুরে সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমানের বাড়িতে এক প্রস্তুতি সমাবেশে সোহেল রানার বাবা কুলু খালেক উপস্থিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

তবে সোহেল রানার বাবার সাথে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দায়ের সঙ্গে আগ থেকেই সুসম্পর্ক ছিল। এরই সূত্র ধরে তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন বলে জানা যায়। এতে ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলা, সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিসি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিমসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



তবে নাম প্রকাশ না করার শর্তে পৌর আওয়ামী লীগের একজন সহ-সভাপতি বলেন, ‘রানা প্লাজা ট্রাজেডির পর থেকেই রানা ও তার পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে রোষের মুখে রয়েছে। স্থানীয়রা রানা ও তার পরিবারকে ঘৃণা করে ও সব ধরনের কাজকর্মে তাদের এড়িয়ে চলে। স্থানীয়দের রোষ এড়াতেই রানার পিতা খালেক আজ আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

Share this post

scroll to top
error: Content is protected !!