DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

প্রায় দুই লাখ ডলারে মেরিলীন মনরোর কানের দুল নিলামে বিক্রি

image_807_117208প্রখ্যাত হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর কানের দুল নিলামে প্রায় দুই লাখ ডলারে বিক্রি হয়েছে। সাদা সোনার ওপর পাথর খচিত লম্বা এ দুলটি একজন বিদেশি ক্রেতা ১ লাখ ৮৫ হাজার ডলারে ক্রয় করেছেন।

ডেইলি মেইলের খবরে জানা গেছে, ১৯৫৫ সালে মেরিলিন মনরো এ দুল জোড়া পরে 'দ্য রোজ ট্যাটু' ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন। এর ৫৯ বছর পর গত শুক্র ও শনিবার দুই দিনব্যাপী জুলিয়ান্স অকশন হাউস এ দুল জোড়া নিলামের তোলে।

এ প্রসঙ্গে জুলিয়ান্স অকশনের মুখপাত্র জানান, মেরিলিন মনরোর দুল জোড়া চড়া দামে বিক্রি হয়েছে। এতে আরো একবার প্রমাণিত হলো তিনি আজো বিখ্যাত হয়েই রয়েছেন। সূত্রটি আরো জানিয়েছে, এর আগেও নিলাম প্রতিষ্ঠান জুলিয়ান্স অকশন হাউস এ আবেদনময়ী মার্কিন অভিনেত্রীর একাধিক পোশাক, জুয়েলারি এবং চিত্রকর্ম নিলামে তুলে চড়া দামে বিক্রি করতে সমর্থ হয়।

১৯৪৬ সালে মনরো মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ১৯৫০ সালে 'অল অ্যাবাউট ইভ' নামে চলচ্চিত্রে প্রথমবার অভিনয় করেন। এরপর ১৯৫৭ সালে তার বিখ্যাত ছবি 'দ্য সেভেন ইয়ার ইটচ' মুক্তি পায়। এছাড়াও 'হাউ টু মেরি অ্যা মিলিয়নিয়ার', 'দ্য প্রিন্স অ্যান্ড দ্য শোগার্ল' প্রভৃতি ছবিতে অভিনয় করে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেন তিনি। ১৯৬২ সালের ৫ আগস্ট লসঅ্যাঞ্জেলেসের ব্রেন্টউডে মাত্র ৩৬ বছর বয়সে মারা যান মনরো। ধারণা করা হয়, মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন তিনি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রখ্যাত হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর কানের দুল নিলামে প্রায় দুই লাখ ডলারে বিক্রি হয়েছে। সাদা সোনার ওপর পাথর খচিত লম্বা এ দুলটি একজন বিদেশি ক্রেতা ১ লাখ ৮৫ হাজার ডলারে ক্রয় করেছেন।
ডেইলি মেইলের খবরে জানা গেছে, ১৯৫৫ সালে মেরিলিন মনরো এ দুল জোড়া পরে 'দ্য রোজ ট্যাটু' ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন। এর ৫৯ বছর পর গত শুক্র ও শনিবার দুই দিনব্যাপী জুলিয়ান্স অকশন হাউস এ দুল জোড়া নিলামের তোলে। এ প্রসঙ্গে জুলিয়ান্স অকশনের মুখপাত্র জানান, মেরিলিন মনরোর দুল জোড়া চড়া দামে বিক্রি হয়েছে। এতে আরো একবার প্রমাণিত হলো তিনি আজো বিখ্যাত হয়েই রয়েছেন।
সূত্রটি আরো জানিয়েছে, এর আগেও নিলাম প্রতিষ্ঠান জুলিয়ান্স অকশন হাউস এ আবেদনময়ী মার্কিন অভিনেত্রীর একাধিক পোশাক, জুয়েলারি এবং চিত্রকর্ম নিলামে তুলে চড়া দামে বিক্রি করতে সমর্থ হয়।
১৯৪৬ সালে মনরো মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ১৯৫০ সালে 'অল অ্যাবাউট ইভ' নামে চলচ্চিত্রে প্রথমবার অভিনয় করেন। এরপর ১৯৫৭ সালে তার বিখ্যাত ছবি 'দ্য সেভেন ইয়ার ইটচ' মুক্তি পায়। এছাড়াও 'হাউ টু মেরি অ্যা মিলিয়নিয়ার', 'দ্য প্রিন্স অ্যান্ড দ্য শোগার্ল' প্রভৃতি ছবিতে অভিনয় করে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেন তিনি। ১৯৬২ সালের ৫ আগস্ট লসঅ্যাঞ্জেলেসের ব্রেন্টউডে মাত্র ৩৬ বছর বয়সে মারা যান মনরো। ধারণা করা হয়, মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন তিনি। – See more at: http://www.jjdin.com/?view=details&archiev=yes&arch_date=16-04-2014&type=single&pub_no=807&cat_id=1&menu_id=63&news_type_id=1&index=4#sthash.oaiGSsJO.dpuf
প্রখ্যাত হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর কানের দুল নিলামে প্রায় দুই লাখ ডলারে বিক্রি হয়েছে। সাদা সোনার ওপর পাথর খচিত লম্বা এ দুলটি একজন বিদেশি ক্রেতা ১ লাখ ৮৫ হাজার ডলারে ক্রয় করেছেন।
ডেইলি মেইলের খবরে জানা গেছে, ১৯৫৫ সালে মেরিলিন মনরো এ দুল জোড়া পরে 'দ্য রোজ ট্যাটু' ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন। এর ৫৯ বছর পর গত শুক্র ও শনিবার দুই দিনব্যাপী জুলিয়ান্স অকশন হাউস এ দুল জোড়া নিলামের তোলে। এ প্রসঙ্গে জুলিয়ান্স অকশনের মুখপাত্র জানান, মেরিলিন মনরোর দুল জোড়া চড়া দামে বিক্রি হয়েছে। এতে আরো একবার প্রমাণিত হলো তিনি আজো বিখ্যাত হয়েই রয়েছেন।
সূত্রটি আরো জানিয়েছে, এর আগেও নিলাম প্রতিষ্ঠান জুলিয়ান্স অকশন হাউস এ আবেদনময়ী মার্কিন অভিনেত্রীর একাধিক পোশাক, জুয়েলারি এবং চিত্রকর্ম নিলামে তুলে চড়া দামে বিক্রি করতে সমর্থ হয়।
১৯৪৬ সালে মনরো মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ১৯৫০ সালে 'অল অ্যাবাউট ইভ' নামে চলচ্চিত্রে প্রথমবার অভিনয় করেন। এরপর ১৯৫৭ সালে তার বিখ্যাত ছবি 'দ্য সেভেন ইয়ার ইটচ' মুক্তি পায়। এছাড়াও 'হাউ টু মেরি অ্যা মিলিয়নিয়ার', 'দ্য প্রিন্স অ্যান্ড দ্য শোগার্ল' প্রভৃতি ছবিতে অভিনয় করে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেন তিনি। ১৯৬২ সালের ৫ আগস্ট লসঅ্যাঞ্জেলেসের ব্রেন্টউডে মাত্র ৩৬ বছর বয়সে মারা যান মনরো। ধারণা করা হয়, মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন তিনি। – See more at: http://www.jjdin.com/?view=details&archiev=yes&arch_date=16-04-2014&type=single&pub_no=807&cat_id=1&menu_id=63&news_type_id=1&index=4#sthash.oaiGSsJO.dpuf

Share this post

scroll to top
error: Content is protected !!