DMCA.com Protection Status
title="শোকাহত

সুবিধাবাদী নেতাদের বিপদ সংকেত দিলেন বেগম খালেদা জিয়া

image_86044_0আন্দোলন সংগ্রামে যারা ঝুঁকি নিতে ভয় পায়, রাজপথে না থেকে হাসপাতাল বা বিদেশ কৌশল অবলম্বন করে সেসব নেতাদের বিপদ সংকেত দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।



শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর শ্রমিক দলের কাউন্সিল অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, ‘সারাদেশে কমিটিগুলো সাজানোর কাজ চলছে। ঢাকা মহানগরীতে কমিটি হবে। পুরাতনরা খারাপ ছিলেন এটা আমি বলবো না। পুরাতনরা এখন অনেকে ক্লান্ত হয়ে পড়েছেন। একারণে নতুন ও মেধাবীদের দায়িত্ব দেয়া হলে সংগঠন শক্তিশালী হবে ও গতিশীল হবে। নতুনদের দিয়ে কমিটি গঠন করা হবে।’



উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা ভয়ভীতি উপেক্ষা করে আন্দোলনে নেতৃত্ব দিতে পারবে। যারা লোভ-লালসা ত্যাগ করে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে তাদের নেতা নির্বাচন করবেন। তাদের নেতৃত্বে বসাবেন। যারা সব ধরনের ঝুঁকি নিতে পারবেন তাদেরই নির্বাচিত করবেন।’

Share this post

scroll to top
error: Content is protected !!