DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে ভাবছেন হিলারি ক্লিনটন

P5_2016-Saler-bisoea২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে ভাবছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে কী ভাবছেন এমন প্রশ্ন করা হয় সাবেক এ ফার্স্টলেডিকে। জবাবে তিনি বলেন, জনগণ এ বিষয়ে আমাকে নিয়ে ভাবছে ও প্রশ্ন করছে বিধায় আমি গভীরভাবে সম্মানিতবোধ করছি।

সান ফ্রান্সিকোতে এক মার্কেটিং সম্মেলনে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি ভাবছি। আরো কিছু সময় বিষয়টি নিয়ে ভেবে দেখতে চাই। এ সময় ভাবার বিষয়ে হিলারি বলেন, কঠিন প্রশ্ন এটা নয় যে, তুমি প্রেসিডেন্ট হতে চাও কি-না বা তুমি জিততে পারবে কি-না। কঠিন প্রশ্ন হচ্ছে কেন তুমি এমনটি (নির্বাচন) করতে চাও। তুমি কী প্রস্তাব মানুষকে দিতে পার যাতে করে ভিন্ন কিছু করা সম্ভব।

২০০৮ সালে মনোনয়ন দৌড়ে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পরাজিত সাবেক এ মার্কিন ফার্স্টলেডি ও সিনেটর বলেছেন, যুক্তরাষ্ট্র রাজনৈতিক অচলাবস্থার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে।

মার্কিন বিভিন্ন বিষয় উল্লেখ করে হিলারি বলেন, এখনই কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছি না আমি। কারণ আমি এ মুহূর্তে জীবনকে উপভোগ করছি। তিনি বলেন, আমি এখন কেবল ফান করছি। ২০১৪ সাল শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্ত নেবেন না বলেও জানান হিলারি।

Share this post

scroll to top
error: Content is protected !!