DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

সোমবারের রাশিফল

 
মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): পুরনো কোনো স্মৃতি কিছুটা বিচলিত করে দেবে আজ। কিন্তু ভেবে দেখুন, যে স্মৃতি শুধুই কষ্ট বাড়ায় তা পুষবেন নাকি নতুন করে সব শুরু করবেন। মেষ রাশির জাতক-জাতিকা হিসেবে আপনি একজন কর্মঠ মানুষ। আজ এমন কোনো কাজ আপনাকে করতে হবে যা আপনাকে এনে দেবে প্রশান্তি। সৃষ্টির প্রতি গভীর মনোযোগী হোন। নতুন করে কারো সঙ্গে সম্পর্ক হতে পারে।
 
বৃষ (এপ্রিল ২০- মে ২০): আপনি যে নিজের খেয়ে বনের মোষ তাড়াতে ওস্তাদ তা সবাই জানে। এটা আপনার খারাপ গুণ নয় মোটেও, বরং এই গুণের কারণেই আপনি মানবিক এবং সংবেদনশীল। পরিকল্পনামাফিক আজ এমন কারো সঙ্গে দেখা হবে যার সঙ্গে বিশেষ কোনো কর্মের সম্পর্ক রয়েছে। ব্যবসায়ী হলে আজ নতুন উদ্যোগ গ্রহণ করার দিন। আজকের নেয়া ব্যবসায়িক উদ্যোগ আপনাকে এনে দেবে অর্থ ও প্রতিপত্তি। সন্তানদের প্রতি মনোযোগী হোন। সন্তানদের স্বাস্থ্যহানির সম্ভাবনা রয়েছে।
 
মিথুন (মে ২১- জুন ২০): আপনার ব্যবহার আর চরিত্রের কারণে সহজেই মানুষ আপনার বন্ধু হয়ে যায়। অফিসে আপনার সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক আপনাকেই লাভবান করবে। কঠোর পরিশ্রম আর একাগ্রতা আপনার জীবনীশক্তি। সেই শক্তি বলে আরো আত্মবিশ্বাসী হোন এবং ক্যারিয়ারে সফলতা অর্জন করুন। ক্যারিয়ারের পটপরিবর্তনের জন্য আজকের দিনটি শুভ আপনার জন্য। পুরনো সম্পর্কের কিছু বোঝাপড়া কিছুটা পীড়ার সৃষ্টি করলেও দ্রুতই আপনি তা কাটিয়ে উঠতে পারবেন।
 
কর্কট (জুন ২১- জুলাই ২২): যে কাজটি আপনি নিজের হাতে করে শান্তি পাবেন সেটা অন্যকে দিয়ে করাবেন না। কিছু বাড়তি অর্থ উপার্জনের জন্য আপনি পরিশ্রম করতে চাচ্ছেন কিন্তু শরীরের দিকে খেয়াল রাখবেন। আপনার নক্ষত্র বলছে, আজ আপনার শারীরিক সমস্যা হতে পারে। রোদ বৃষ্টির কারণে জ্বর-সর্দি-কাশি হওয়ার সম্ভাবনা আছে। তবে শুকনো কাপড় পরিধান করলে শারীরিক সমস্যা এড়ানো যাবে। আপনার সফলতা বেশি দূরে নয়। নতুন কোনো প্রকল্পে খুব শীঘ্রই ডাক পেতে পারেন। যেখানে আপনার পরিকল্পনা আর উদ্যমের মূল্যায়ন হবে। সঙ্গীকে আজ সময় দিতে না পারলেও তার কাছে পরিষ্কার থাকুন। 
 
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): দীর্ঘমেয়াদি কোনো বিনিয়োগের কথা ভাবছেন! তাহলে আজই সেই বিনিয়োগ করতে পারেন। তবে আপনার নক্ষত্র বলছে ভূমিতে বিনিয়োগ করলে অধিক লাভবান হবেন। অনেকদিন ধরেই আপনি এই বিনিয়োগের জন্য অপেক্ষা করে ছিলেন। আজ সেই অপেক্ষার ফল মিঠে হতে যাচ্ছে। ঘরে বয়স্ক কারো স্বাস্থ্যহানির সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনার বেশকিছু অর্থ খরচ হতে পারে। আপনি বেপরোয়া মানুষ কিন্তু আজ রাস্তায় চলাচলে একটু সাবধানী হবেন।
 
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): সব সময় অন্যের কথায় চলতে নেই, এই সহজ কথাটা যত দ্রুত বুঝতে পারবেন ততই আপনার মঙ্গল। সহকর্মীদের সৃষ্ট ঝামেলার খেসারত দিতে হচ্ছে আপনাকে। মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলে নতুন করে শুরু করুন সবকিছু। সম্পর্কের টানাপোড়েন চলবেই, কিন্তু নিজের পছন্দ অপছন্দকে মূল্যায়ন করতে শিখুন। নিজেকে ভালো না বাসলে অন্যকে ভালোবাসা যায় না। 
 
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): আজ জরুরি কাগজপত্রগুলো খুব সাবধানে রাখুন, নয়তো হারিয়ে যেতে পারে। সাংসারিক সম্পর্কের টানাপোড়ন উঠতে পারে তুঙ্গে, মনের দুঃখে বনে যেতে ইচ্ছে জাগতে পারে আজ। কীভাবে কাজ আদায় করে নিতে হয় তা আপনাকে শিখিয়ে দিতে পারে আজ বিপরীত লিঙ্গের কোনো সহকর্মী। বন্ধুত্বের সূত্র ধরে অর্থাগম হতে পারে।  
 
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): আপনার ব্যবসাপ্রবণ মন তার উপযুক্ত মনের খোরাক পেতে যাচ্ছে আজ। প্রেমের ক্ষেত্রে নতুন কোন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন আপনি, যা দেখিয়ে বন্ধুরা বলতে পারবে- দ্যাখ, প্রেম করলে করতে হয় ওর মত! কজের ক্ষেত্রে নিজেকে পিছিয়ে পড়তে দেবেন না ভুলেও। কোথাও ভ্রমণে বেরিয়ে পড়ুন, অর্থ আয়ের নতুন উপায় মিলে যেতে পারে।   
 
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): আপনার মন আজ মাত্রাছাড়া কল্পনাপ্রবণ হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে নিয়মিত কাজগুলোতে এর নেতিবাচক প্রভাব পড়বে, তবে আপনি যদি সৃজনশীল কাজের সঙ্গে জড়িত হন- হন চিত্রকর কিংবা কবি, তাহলে ফল হবে ইতিবাচক। প্রেমের ক্ষেত্রে বলছি- আজ একটি মাত্র তথ্য বদলে দিতে পারে সারাটা জীবন, তাই শোনা কথা চট করে বিশ্বাস করবেন না। কর্মক্ষেত্রে কারও কাজ দ্বারা প্রভাবিত হতে পারেন। অর্থযোগ।    
 
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করার চিন্তাভাবনা থাকলে, এগোতে পারেন। বন্ধুযাত্রা শুভ। আর প্রেমযাত্রাও শুভ, সত্যিকার ভালোবাসা খুব কাছ থেকে চলে যেতে পারে, সতর্ক থাকুন, তাকে যেতে দেবেন না। দিলে বাকি জীবন ইনিয়ে বিনিয়ে গাইতে হবে- প্রেম একবারই এসেছিল জীবনে। কর্মক্ষেত্রে কঠিন সময়ের সূচনা ঘটতে পারে আজ। অর্থবিয়োগ।   
 
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): আপনার বহুকালের পরিশ্রম স্বার্থক হতে যাচ্ছে। গল্প উপন্যাসে প্রেমের যে ধরনের করুণ পরিণতি দেখা যায়- তেমন পরিণতির জন্যে মানসিকভাবে প্রস্তুত থাকুন। ইংরেজিতে বলে- সবচেয়ে ভালোটার প্রত্যাশা রাখুন, কিন্তু প্রস্তুত থাকুন সবচেয়ে খারাপটিকে বরণ করার জন্যে। কর্মক্ষেত্রে ভাগ্য সহায়তা করবে আজ- সঠিক সময়ে সঠিক স্থানে থাকার জন্যে। অর্থবিয়োগ। 
 
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): আজ প্রচুর পড়াশোনা করতে হবে আপনাকে। কোনো আগন্তুক এলিয়েনের সঙ্গে প্রেম হয়ে যেতে পারে দৈবক্রমে। হতে পারে তিনি মঙ্গলগ্রহের রাজপুত্র কিংবা ইউরেনাসের সম্রাজ্ঞী। আপনার সহকর্মীদের কাউকে চোখের সামনে বিপদে রেখে এগিয়ে যাবেন না। হাত বাড়িয়ে দিন। গণযোগাযোগ আরও বাড়াতে হবে- অর্থযোগের খুব কাছে পৌঁছে গেছেন।

Share this post

scroll to top
error: Content is protected !!