DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

উপজেলা নির্বাচনঃ‘নির্দেশনা’ অনুযায়ী নজিরবিহীন নৈরাজ্য চালাচ্ছে আওয়ামী সমর্থকরা

image_83015_0চতুর্থ দফা নির্বাচনে তৃতীয় দফার চেয়ে ভাল ফলাফল পেতে হাইকমান্ডের ‘নির্দেশনা’ অনুযায়ী নজিরবিহীন নৈরাজ্য চালাচ্ছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। ভোটগ্রহণ শুরু হওয়ার দু ঘণ্টার মধ্যেই অধিকাংশ কেন্দ্র দখল, জালভোট, ব্যালট পেপার ছিনতাই, বাক্স ভাঙচুর এমন কি প্রিসাইডিং অফিসারকে মারধরের ঘটনা ঘটেছে। বের করে দেয়া হচ্ছে বিএনপি সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদের।

এ অবস্থায় নির্বাচন নিয়ে ভোটার এবং নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তাদের মধ্যে ভোটের আগে থেকেই যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছিল তা বাস্তব হয়ে উঠল। তৃতীয় দফা নির্বাচনে ব্যাপক সহিংসতা ঘটলেও চতুর্থ দফায় সহিংসতা নিয়ন্ত্রণের ব্যাপারে নির্বাচন কমিশন তেমন কার্যকর উদ্যোগ নিতে পারেনি।

তৃতীয় ধাপের চেয়ে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে আরো ভালো ফলাফল পেতে চায় আওয়ামী লীগ। এ ব্যাপারে দলের হাইকমান্ড দলীয় নেতাকর্মীদের সব ধরনের নির্দেশনা দিয়েছে।

এর ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ শনিবার বাংলামেইলকে বলেন, ‘দলের হাইকমাণ্ড থেকে আগামী দুই ধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী করে আনতে সব ধরনের নির্দেশনা দেয়া হয়েছে কেন্দ্র থেকে সফরকারী দলকে এবং স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের। আর সেই নির্দেশনা মোতাবেক সবাই কাজ করে যাচ্ছে। যার প্রমাণ তৃতীয় ধাপের নির্বাচনের ফলাফল।’

গত তিন দফা উপজেলা নির্বাচনে ব্যাপক অনিয়ম, সহিংসতা, জালভোট, কেন্দ্র দখল, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ব্যালট বাক্স ছিনতাই ও ভোটকেন্দ্রে গুলির ঘটনায় ভোটার এবং নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করে নির্বাচনের আগে থেকেই। আর এ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই রোববার চতুর্থ দফায় ৪৩টি জেলার ৯১টি উপজেলার ভোটগ্রহণ শুরু করে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদের নিজ গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ৫৩টি কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১১টি। জীবননগরে একটি কেন্দ্র দখল করে জালভোট দেয়া হচ্ছে। এছাড়া চুয়াডাঙ্গার ছয় নম্বর কেন্দ্র ভোট শুরুর দুই ঘণ্টার মধ্যে ব্যালট পেপার ছিনতাই করো হয়েছে। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

বরিশালের আগৈলঝাড়ায় নির্বাচন বর্জন করে আগামীকাল হরতাল ঘোষণা করা হয়েছে।  এর আগে উপজেলার বিএইচপি একাডেমি কেন্দ্র দখল করে ব্যাপক জালভোট দেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গোলাম মোর্তুজা খানের সমর্থকেরা। ভোটগ্রহণ শুরুর আধাঘণ্টার মধ্যে ওই কেন্দ্রে ১৮শ ভোট পড়েছে।

এছাড়া উপজেলার বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়, নাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগৈলঝাড়া এস এম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গৈলা মাধ্যমিক বিদ্যালয়সহ অনেকেগুলো কেন্দ্রে একই ধরনের ঘটনার খবর পাওয়া গেছে। এ উপজেলার ৩৮টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের আবেদন করেছেন বিএনপির প্রার্থী। পরে নির্বাচন বর্জন করে আগামীকাল আধাবেলা হরতাল ঘোষণা করা হয়।  

ঝালকাঠি সদরের বিভিন্ন কেন্দ্র দখল ও জালভোটের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী সরদার এনামুল হক এলিন।

কুমিল্লার বড়ুরায় তলাগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসারকে মারধর ও ব্যবালটবাক্স ভাঙচুর করা হয়েছে।
 
পটুয়াখালী সদর উপজেলায় চারটি কেন্দ্রর ভোটগ্রহণ স্থগিত ও দুটি কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। বাউফলে বিএনপি সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করা হয়েছে। চরজৈনকাঠী ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই করা হয়ে।

নড়াইল সদরের তিনটি কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেয়া হয়েছে।

এছাড়া বিভিন্ন উপজেলার সহিংসতার খবর অব্যাহতভাবে আসছে।

Share this post

scroll to top
error: Content is protected !!