DMCA.com Protection Status
title="শোকাহত

টিআইবিকে চ্যালেঞ্জ করা এখতিয়ার বহির্ভূত :ডঃ ইফতেখার

ট্1551641_806342559391866_669563057_nরান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) চ্যালেঞ্জ করা এখতিয়ার বহির্ভূত বলে মন্তব্য করেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল অবকাশে 'নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, সুশাসনের জন্য চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ড. ইফতেখার বলেন, টিআইবি সরকারের একটি নিবন্ধিত সংস্থা। তারা যে কাজ করেন তা সরকারের অনুমতি নিয়েই করেন। সরকারের অনুমতি ছাড়া তারা কোনো কাজ করতে পারেন না। তারা যে পার্লামেন্ট ওয়াচ করেছেন সেখানেও সরকারের অনুমতি নিয়ে ঢুকতে হয়েছে। তিনি বলেন, তারা একটি অরাজনৈতিক সংগঠন। তারা কখনোই রাজনৈতিক পক্ষপাতদুষ্ট নয়। তারা যখন সংসদ নিয়ে কথা বলেন, তখন তাদের রাজনীতি নিয়েও কথা বলতে হয়। সরকার ও সংবিধান তাদের কাজ অনুমোদন করে। তাদের কাজ সংবিধানসম্মত।
টিআইবির আয়-ব্যয় সম্পর্কে তিনি বলেন, যেহেতু টিআইবি সরকারের অনুমোদিত সংস্থা তাই সরকারের অনুমতি ছাড়া একটি পয়সাও তাদের অ্যাকাউন্টে আসে না। সরকারের নির্ধারিত খাতের বাইরে একটি পয়সাও তারা খরচ করতে পারেন না। তাই সংসদে দাঁড়িয়ে দায়িত্বশীল লোকজনের টিআইবিকে নিয়ে কথা বলা যৌক্তিক বলেও মনে করেন না।
আওয়ামী লীগ দলীয় এমপি শেখ সেলিমের রাজনীতিতে যোগ দেয়ার পরামর্শের সমালোচনা করে ড. ইফতেখার বলেন, রাজনীতিতে যোগ দেবেন কি না সেটা তার ব্যক্তিগত এখতিয়ার। তবে টিআইবি ও তারা মনে করেন, তাদের এ ধরনের ইচ্ছা কখনোই হবে না।
তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো সরকারে গেলে তাদের সমালোচনা করে, বিরোধী দলে গেলে তাদের অাঁকড়ে ধরে।
এ সময় আরো ছিলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল।

Share this post

scroll to top
error: Content is protected !!