DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ভাটিয়ারী গলফ ক্লাবে এক ব্যতিক্রমী প্রতিযোগিতার উদ্বোধন করলেন বিশিষ্ট শিল্পপতি জনাব ঈসা বাদশাহ(মহসীন)

1891276_639428589464281_193874222_nগতকাল চট্টগ্রামে ভাটিয়ারী গলফ এবং কান্ট্রি ক্লাবে বিশিষ্ট শিল্প গোষ্টি বাদশাহ গ্রুপের সৌজন্যে শুরু হলো 'বাদশাহ গ্রুপ ক্যাডি ও বলবয় গলফ টুর্নামেন্ট ২০১৪।এই ব্যতিক্রমী প্রতিযোগিতাটির উদ্বোধন করেছেন বাদশা গ্রুপের কর্নধার বিশিষ্ট শিল্পপতি ও ব্যাংকার জনাব ঈসা বাদশাহ(মহসীন)।সমাজের সুবিধা বঞ্চিত শেনীর মানুষদের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং মূল্যায়নে এ ধরনের প্রশংসনীয় উদ্যোগ নিঃসন্দেহে সাধুবাদের দাবীদার।

Share this post

scroll to top
error: Content is protected !!