DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

নির্বাচনী সংঘর্ষে বাগেরহাটে ১ ‘শিবিরকর্মী’ নিহত

image_81871_0জেলার সদর উপজেলায় কারাপাড়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ভোট দিতে এসে সরকার দলীয় সমর্থকের হাতে মাঞ্জারুল ইসলাম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
 
স্থানীয় জামায়াতের পক্ষ থেকে নিহত যুবককে তাদের ছাত্র সংগঠনের কর্মী বলে দাবি করা হচ্ছে। তবে নিহত মাঞ্জারুলের সঙ্গে ছাত্রশিবিরের সংশ্লিষ্টতার নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।   
 
শনিবার সকাল পৌনে ১০টার দিকে মাঞ্জারুলকে হত্যা করা হয়। সে কচুয়া উপজেলার টেংরাখলী গ্রামের আফজাল হোসেনের ছেলে। বাগেরহাট সরকারি পিসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এই মাঞ্জারুল।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাঞ্জারুল ইসলাম ভোট দেয়ার জন্য কারাপাড়া ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রে দিকে যাচ্ছিল। পথে সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা তাকে ভোট দিতে নিষেধ করে। কিন্তু তিনি তাদের কথা না শোনায় তাকে ইট দিয়ে মাথা থেতলে দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
 

Share this post

scroll to top
error: Content is protected !!