DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

সোমবারের রাশিফল

RASHIমেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): সকাল হওয়ামাত্র সন্ধ্যার চিন্তা মাথায়। সন্ধ্যার সময়কার বিশেষ এক মুহূর্তের জন্য সারাদিন উৎকণ্ঠায় থাকবেন। প্রিয়জনকে নিয়ে যে পরিকল্পনা আগের দিন করে রেখেছিলেন সেটা নিয়ে বেশ উত্তেজিত আপনি। পরিশ্রমী এবং দক্ষ হওয়ায় চারপাশের আলোচনার কেন্দ্রবিন্দুতে সবসময় আপনি থাকেন। আর আজ আপনার নক্ষত্র বলছে, কর্মক্ষেত্রে দক্ষতা কাজে লাগিয়ে উন্নতি করবেন। অর্থ লেনদেন শুভ।   
 
বৃষ (এপ্রিল ২০- মে ২০): শারীরিক অবস্থার অবনতি হতে পারে আজ। আপনি একজন সৃষ্টিশীল মানুষ তাই নিজস্ব মতবাদের ওপর বিশ্বাস রাখুন। কারণ আপনার বিশ্বাসই আপনাকে অনেক দূর নিয়ে যাবে। কর্মক্ষেত্রেও কোনো আপোষ বা দুর্নীতির আশ্রয় নেয়া আপনার ধাতে নেই। আজ অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটতে পারে। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে যে জটিলতায় ভুগছেন তা দূর করতে সম্পর্কের যে জায়গাটি পছন্দ হচ্ছে না তা নিয়ে সরাসরি কথা বলুন। একটা সম্পর্ক মানেই একটা পরিবার, একটা সমাজ ও একটা রাষ্ট্র।   
 
মিথুন (মে ২১- জুন ২০): আজ আপনার ওপর রোমান্স ভর করেছে। তাই নিজের বেশভূষার দিকে একটু নজর দিন। দুপুরের দিকে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম আর বেশি করে পানি পান করলে দ্রুত সেরে উঠবেন। কর্মক্ষেত্রে আজ বেশ কাজের চাপ যাবে। তাই বলে হাল ছেড়ে দেবেন না, উল্টো ফাইলপত্রের সঙ্গে যুদ্ধ করার জন্য মানসিক প্রস্তুতি নিন। দিনশেষে আপনার সৌহার্দ্যপূর্ণ ব্যবহার আর সহযোগিতার কারণে ভালো ফলাফল বয়ে আনবে।  
 
কর্কট (জুন ২১- জুলাই ২২): বিশেষ কোনো কাজের ব্যাপারে সঙ্গীকে কখনোই ধোঁয়াশার মধ্যে রাখবেন না। কারণ গোপনীয়তা আর ধোঁয়াশা সর্বদাই সন্দেহ আর কলহের সৃষ্টি করে। ব্যবসায়ে আপনার যোগাযোগ বেশ ভালো। আর এই ভালো যোগাযোগের কারণে ব্যবসা ক্ষেত্রে প্রতিনিয়তই নতুন নতুন সৃষ্টিশীল পরিকল্পনার জন্ম দিচ্ছেন। অনেকদিনের পুরনো কোনো পাওনা আজ ফেরত পেতে পারেন। 
 
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): দিনের শুরুই হবে অর্থপ্রাপ্তি দিয়ে। আর অর্থ যেখানে শান্তি সেখানে। সেই শান্তি দিয়েই দিনের শুরু করুন। পরিবারে আপনার বিয়ের কথা হচ্ছে, নিজের পছন্দের কথা সরাসরি বলে দিন। এতে অহেতুক পরিশ্রম ও সময় বেঁচে যাবে। সন্ধ্যের সময় কোথাও ঘুরতে যাওয়ার জন্য আজকের দিনটি আপনার জন্য শুভ। তবে রাস্তায় দুর্ঘটনার শিকার হতে পারেন। তাই পথ চলতে এবং যানবাহনে চড়তে সাবধানী হওয়াই ভালো। 
 
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): জন্মগতভাবেই আপনি সৃজনশীল। আপনার সৃষ্টিকর্মই আপনার শক্তি। আজ নিজের কোনো সৃষ্টির মূল্যায়ন পেতে পারেন অনাকাঙ্ক্ষিত কোনো বিশেষ ব্যক্তির কাছ থেকে। প্রেম ভালোবাসায় আপনি অনেকটাই উদাসীন। আর এই উদাসিনতার সুযোগে প্রায়শই জটিল সমস্যায় পড়েন। তাই সব জটিলতা কাটিয়ে উঠতে সহজ এবং স্বাভাবিক সিদ্ধান্ত নিন ও তা বাস্তবায়নে কাজ করুন। আপনি যার কাছে মূল্যায়ন চাইছেন সে হয়তো তা এখন করছে না। কিন্তু অদূর ভবিষ্যতেই অনেকের দ্বারা মূল্যায়িত হবেন। সেদিনের অপেক্ষায় থাকুন।
 
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):  তুলা জাতকদের যাদের সঙ্গে পরিবারের সদস্যদের খিটিমিটি চলছিল- মধুর কোনো ঘটনার মধ্য দিয়ে তাদের খিটিমিটির অবসান হতে পারে আজ। আজ প্রেম পেতে হলে প্রচুর কথা বিনিয়োগ করতে হবে। এবং এ খাতে বিনিয়োগে গুনতে হবে না কোনো লোকসান। কর্মক্ষেত্রে একতার কোনো বিকল্প নেই। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সহকর্মীদের একতাবদ্ধ করতে হতে পারে আজ, আর সেক্ষেত্রে নেতৃত্বও নিতে হবে আপনাকেই। অর্থযোগের জন্যে আরও সৃজনশীল হতে হবে।  
 
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): আজ দূরালাপনে আসতে পারে এমন কোনো ডাক- যা আপনাকে অস্থির করে তুলবে। প্রেমে বাধা আসতে পারে সিনেমাটিকভাবে। কিন্তু এ বাধা দূর করার জন্যে কোনো নাটকীয়তার আশ্রয় না নেয়াই ভালো। আজ কর্মক্ষেত্রে আপনাকে কাজের নতুন পথ বাতলে দিতে পারে সহকর্মীদের কেউ। কিন্তু মনে রাখতে হবে, এটুকু সাফল্যের কোনো সংক্ষিপ্ত পথ নেই। অর্থের ব্যাপারে একটা কথা আজ মনে হতে পারে- টাকার পেছনে লেগে থাকলে ক্লান্তি যতটা আসে, টাকা ততটা আসে না। এক্ষেত্রে টাকার সঙ্গে নারীর মনের কিছুটা মিল রয়েছে।   
  
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): আজ আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কার্যসিদ্ধি করতে চাইতে পারে কেউ। আপনার কথায় যদি কৌতুকবোধের চেয়ে শিক্ষকসুলভ রাশভারি ব্যাপার বেশি এসে পড়ে- তাহলে বুঝবেন যাকে মুগ্ধ করতে চাইছেন, সে তার উল্টোটাই হয়ে চলেছে। কাজের ক্ষেত্রে আজ সহকর্মী ও ঊর্ধ্বতনের প্রশংসা পেতে পারেন। তবে দিনের শেষে আবার টুটে যেতে পারে তা। অর্থাগম শুভ। 
 
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): আজ কোনো কাজে আপনার সশরীর উপস্থিতি কাজে আসতে পারে। দূরালাপনে কোনো কাজ সমাধা করার চেয়ে মুখোমুখি হোন। আপনার রোমান্টিক মন আজ কিছুটা বিভ্রান্ত হতে পারে। কেননা চোখের সামনে চলে আসতে পারে কোনো শরীরি দৃশ্য যেখানে মনের যোগ নেই। কর্মক্ষেত্রে মনোযোগ ধরে রাখার পরীক্ষা দিতে হতে পারে আজ। সুতরাং সহকর্মীর আচরণ যেন কাজের গতি কমিয়ে দিতে না পারে সে দিকে মনোযোগ দিন। অর্থাগমের ভালো সুযোগ আসতে পারে। কিন্তু সফল হবেন কি না তা নিশ্চিত বলা যাচ্ছে না। গ্রহের বার্তা ধোঁয়াটে দেখাচ্ছে। 
 
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): আজ কোনো বিষয় নিয়ে কৌতূহলী হয়ে উঠতে পারেন। এক্ষেত্রে মনে রাখতে হবে- অতিরিক্ত কৌতূহলী বেড়ালের কিন্তু মুখ পোড়ে। প্রেমের ক্ষেত্রে হতে পারে মন্দ একটি দিন, স্মৃতিকাতরতায় ভারাক্রান্ত। নিজেই সব কাজ করতে যাওয়ার চেয়ে কিছু কাজ যদি সুহৃদ কারও সঙ্গে ভাগ করে নিতে পারেন, তাহলে ভালো হবে। অন্যথায় কাজের চাপে কাজের ইচ্ছাই বিদায় নিতে পারে। দেখা যাচ্ছে পারিবারিক কারণে অর্থব্যয় হওয়ার সমূহ সম্ভাবনা। 
 
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): আপনি মাটি কামড়ে পড়ে থাকা মানুষ। আজ নিজের এ গুণটির আচরণের ফায়দা তুলতে পারেন। প্রেমের চলমান সম্পর্ক আপনাকে ভাবাতে পারে আজ। তবে ভালোবাসার মানুষটির কোনো প্রকার পরীক্ষা নিতে চাইলে হতে পারে উল্টো ফল। নীরবে পর্যবেক্ষণ করুন। সৃজনশীল কাজের ক্ষেত্র আপনার দিকে দুহাত বাড়িয়ে অপেক্ষা করে আছে। আজ অর্থ মিলবে এভাবে- এলাম দেখলাম জয় করলাম। 
  

Share this post

scroll to top
error: Content is protected !!