DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

যুক্তরাষ্ট্রে বাড়লো বেকারত্বের হার

image_80750_0যুক্তরাষ্ট্র ১ লাখ ৭৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি করার পরও দেশটিতে বেকারত্বের হার আরও ৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
 
যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যমতে- গত বছরের ডিসেম্বরে কর্মসংস্থানের মোট সংখ্যা ছিল ১ লাখ ১৩ হাজার। জানুয়ারিতে সে সংখ্যা উন্নীত হয়ে দাঁড়ায় ১ লাখ ২৯ হাজারে। সে অবস্থা থেকে ফেব্রুয়ারিতে এ সংখ্যা আরেও উন্নীত হয়ে ১ লাখ ৭৫ হাজারে দাঁড়ায়।
 
২০১৩ সালের হিসেব অনুযায়ী দেশটিতে বেকারত্বের হার ছিল ৬.৬ শতাংশ। চলতি বছরে বর্ধিষ্ণু কর্মসংস্থানের পরও সে হার বেড়ে পৌঁছেছে ৬.৭ শতাংশে।
 
বেকারত্বের হার বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্টরা প্রতিকূল আবহাওয়াকে দাবি করেছেন। তাদের তাবি অনুয়ায়ী নজিরবিহিন তুষারঝড়ের কারণে দেশটির পূর্বাঞ্চল প্রায় অচল হয়ে পড়েছিল এবং সে সময়ে প্রচুর মানুষ আধবেলা কাজ করার সুযোগ পেতো। একইসঙ্গে অনেকেই তাদের কর্মসংস্থান হারিয়েছিল।
 
তবে আবহাওয়ার প্রতিকূলতা অনেকাংশে দূর হওয়ার পর চাকরির মন্দাভাব দ্রুত কাটিয়ে উঠবে দেশটি- এমন মতব্যক্ত করেছেন নাগরিকেরা। জানা যায় চাকরির ক্ষেত্রে দ্রুত বর্ধনশীল ক্ষেত্রটি হলো- অনলাইন আ ইন্টারনেট ভিত্তিক কর্মক্ষেত্র।
 
ফেব্রুয়ারি ইন্টারনেট ভিত্তিক কর্মসংস্থান ছিল মোট ২ লাখ ৬৮ হাজার। চলতি মাসে যা ৫ লাখ ১৯ হাজারে দাঁড়িয়েছে।
 

Share this post

scroll to top
error: Content is protected !!