DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ঢাকা বার এসোসিয়েশনের নির্বাচনে বিএনপি জামায়াত সমর্থকদের নিরঙ্কুশ বিজয়

13203_f7ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮টি পদে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল। ২৫টি পদের বিপরীতে মাত্র ৬টি সদস্য পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী এডভোকেট সাইদুর রহমান মানিককে হারিয়ে ঢাকা বারের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) এডভোকেট মহসীন মিয়া। আর সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের মোসলেহ উদ্দিন জসীম হারিয়েছেন সাদা প্যানেলের মোশাররফ হোসেনকে। সভাপতি পদে বিজয়ী মহসীন পেয়েছেন ৪ হাজার ৩৮৮ ভোট আর মানিক পেয়েছেন ৩ হাজার ১৯০ ভোট। আর সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জসীম জয় পেয়েছেন মাত্র ১০ ভোটে। তার ৩ হাজার ৬২৬ ভোটের বিপরীতে পরাজিত প্রার্থী মোশারফ পেয়েছেন ৩ হাজার ৩১৬ ভোট। সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি পদে রেজাউল করিম নিজাম, সহসভাপতি পদে জহির রায়হান জসিম, জ্যেষ্ঠ সহ-সাধারণ সম্পাদক পদে আবু ইউসুফ সরকার, সহ-সাধারণ সম্পাদক পদে আরিফুর রহমান রঞ্জু, লাইব্রেরি সম্পাদক পদে আহমদ উল্যাহ আমান, সাংস্কৃতিক সম্পাদক পদে আফরোজা আলম লাকী ও দপ্তর সম্পাদক পদে শহীদ গাজী জয়ী হয়েছেন। তারা সবাই বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের প্রার্থী। ১৫টি সদস্য পদের মধ্যে নয়টিতে বিজয়ী হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থকরা। বাকি ছয়টি সদস্য পদে আওয়ামী লীগ সমর্থকরা জয়ী হয়েছেন। নীল দল থেকে নির্বাচিত সদস্যরা হলেন মো. আবদুস সালাম তালুকদার, আনোয়ারুল ইসলাম, আরিফুল হক রনি, আজিজুল হক, আজমত হোসাইন, সিহাব উদ্দিন, নাসরিন বেগম, আবুল কালাম, শাহজাদি কোহিনুর। সাদা দল থেকে সদস্য পদে, আন্না কলি, শাহাদত হোসাইন, মনিরা বেগম, সামিনা আক্তার, আকতারুজ্জামান, তাসলিমা ইয়াসমিন জয়লাভ করেছেন। ট্রেজারার পদে নীল প্যানেলের মো. শামসুজ্জামান ভোট গণনায় এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী মকবুল হোসেনের  আপত্তির কারণে এ পদের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। আজ এ পদে আবার ভোট গণনা করা হবে।

 
 
 

Share this post

scroll to top
error: Content is protected !!