আমি দুর্দিনে কর্মীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকতে চাই – কবির আহমেদ ভূঁইয়া

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজু:  কুটি ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম আব্দুল কুদ্দুস পার্সেজার সাহেবের জানাজায় অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া বলেন,

“দুর্দিনে আমি কর্মীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও তাদের পাশে থাকতে চাই।”

মরহুম আব্দুল কুদ্দুস পার্সেজার কসবা উপজেলার কুটি ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি ছিলেন। তিনি গত ৩০ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে কসবা উপজেলা বিএনপি ও কসবা–আখাউড়া বিএনপির নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুম্মা কুটি ইউনিয়নে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া, কসবা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, কসবা পৌর বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

জানাজা শেষে আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় তিনি বলেন, আব্দুল কুদ্দুস পার্সেজার ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ সংগঠক, যিনি আজীবন দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। তার অবদান বিএনপির নেতাকর্মীরা চিরদিন স্মরণ করবে।

জানাজা ও দোয়া মাহফিল ঘিরে পুরো এলাকায় শোক ও ভাবগম্ভীর পরিবেশ বিরাজ করে।

Share this post

scroll to top