আমেরিকার নাগরিকত্ব বজায় থাকায় চট্টগ্রামে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

ক্যাপ্টেন(অবঃ) মারুফ রাজু: দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করা হয়েছে।তিনি আর  অংশ নিতে পারবেন না নির্বাচনে।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনে ফজলুল হকের আপিল শুনানি শেষে তার আবেদন নামঞ্জুর করা হয়।

এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করেন ফজলুল হক। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলে জানান। গত ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেন।তবে এ বিষয়ে   নির্বাচন কমিশন সূত্র বলে পশ্চিমা বিশ্বের দেশগুলোর নাগরিকত্ব পরিত্যাগের একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। নাগরিকত্ব পরিত্যাগের আবেদন পত্র গৃহীত হতে দেশ বিভেদে এই সময়সীমা এক বছর থেকে দুই বছর পর্যন্ত হয়ে থাকে। সম্পূর্ণ বিধিবিধান পালন করে চূড়ান্ত পরিত্যাগ  পত্র প্রদান করা হয়ে থাকে। শুধুমাত্র তারপরেই ওই ব্যক্তি বিদেশি নাগরিকত্ব নাই বলে ঘোষণা করা হয়।
তার আগ পর্যন্ত এই দ্বৈত নাগরিককে দ্বৈত নাগরিক হিসেবেই গন্য করা হয়ে থাকে।

Share this post

scroll to top